Multi-Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination, 2025
The Staff Selection Commission will hold a competitive examination for recruitment of Multi-Tasking (Non-Technical) Staff post and Havaldar in Central Board of Indirect Taxes and Customs (CBIC) and Central Bureau of Narcotics (CBN) under Department of Revenue, Ministry of Finance.
Post: Multi-Tasking Staff, Havaldar.
Total vacancy: Multi-Tasking Staff: will be notified later, Havaldar: 1075.
Eligibility: Matriculation
Age: post wise different.
Pay scale: Level 1.
Application fee: Rs. 100 (SC/ST/PWD/Women are exempted)
Last Date of Online Application: 24th July, 2025 up to 11 pm.
…………………………………………..
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সহস্রাধিক মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার
স্টাফ সিলেকশন কমিশন ‘মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) অ্যান্ড হাবিলদার (সিবিআইসি অ্যান্ড সিবিএন) এগজামিনেশন-২০২৫’-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) ও হাবিলদার পদে ১ হাজারেরও বেশি ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৪ জুলাই, ২০২৫ রাত ১১টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷
বয়স: ১ আগস্ট, ২০২৫ অনুযায়ী মাল্টি টাস্কিং স্টাফ পদের বেলায় ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স ও সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বিভাগে হাবিলদার ও কিছু এমটিএস পদের বেলায় ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল-১ অনুযায়ী৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা mySSC মোবাইল অ্যাপের মাধ্যমে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে ২৫ জুলাই, ২০২৫ রাত ১১টার মধ্যে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official Website: https://ssc.gov.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২/ ৭ /২০২৫)।