Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SSC RELEASES CHSL (2024) EXAM NOTICE

Staff Selection Commission invites online applications for the following posts through Combined Higher Secondary Level Examination, 2024.

Post: Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant, Data Entry Operator (DEO), Data Entry Operator, Grade ‘A’.

Vacancy: 3712

Eligibility: 12th Class

Age limit: 18 to 27 Years (as on 01/08/2024)

Salary:  post-wise different.

Application Fee: Rs.100. Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Benchmark Disabilities (PwBD) and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of fee.

Last Date of Online Application: 7/5/2024 till 11 pm.

কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে

কেন্দ্রীয় সরকারে ৩,৭১২ ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত

স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (১০+২) এগজামিনেশন, ২০২৪ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে লোয়ার ডিভিশনাল ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট  ডেটা এন্ট্রি অপারেটর পদে ৩,৭১২ জন কর্মী নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে ৭ মে, ২০২৪ রাত ১১ টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এবং সংস্কৃতি মন্ত্রকে ডেটা এন্ট্রি অপারেটর / ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড-এ পদের বেলায় অঙ্ক-সহ বিজ্ঞান বিভাগে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। লোয়ার ডিভিশনাল ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ও অন্যান্য মন্ত্রক / দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর / ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড-এ পদের বেলায় কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।

বয়স: ১ আগস্ট, ২০২৪ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২ আগস্ট, ১৯৯৭ থেকে ১ আগস্ট, ২০০৬-এর মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর, ওবিসি প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷

শূন্যপদ: ৩৭১২৷

বেতনক্রম: লোয়ার ডিভিশনাল ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা, ডেটা এন্টি অপারেটর গ্রেড ‘এ’ পদের বেলায় ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা এবং ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও) পদের বেলায় দপ্তর অনুযায়ী ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা বা ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০  টাকা।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে ৮ মে, ২০২৪ রাত ১১টার মধ্যে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://ssc.gov.in

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭/৪/২০২৪)৷

Share it :