Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SSC TO RECRUIT 1340 JR. ENGINEERS

Staff Selection Commission will hold an open competitive Examination for recruitment to the following posts for various Ministries/Departments/Organizations in the Government of India.

Post: Junior Engineers (Civil, Mechanical, Electrical)

Total vacancy: 1340.

Eligibility: Degree / Diploma in engineering (post-wise different)

Age: Post-wise different.

Salary:  Rs. 35,400 – Rs. 1,12,400

Application Fee: Rs.100. Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Benchmark Disabilities (PwBD) and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of fee.

Last Date of Online Application:  21st July, 2025 till 11pm

……………………………………………………………

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে ১৩৪০ জুনিয়র ইঞ্জিনিয়ার

স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত ‘জুনিয়র ইঞ্জিনিয়ার এগজামিনেশন, ২০২৫’ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল) পদে ১৩৪০ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ জুলাই, ২০২৫ রাত ১১টার মধ্যে৷

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাশ বা ডিপ্লোমা পাশ হতে হবে। (পদ, শাখা ও সংস্থা / দপ্তর / মন্ত্রক অনুযায়ী বিভিন্ন)

বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা mySSC মোবাইল অ্যাপের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের  ফি ১০০ টাকা অনলাইনে ২২ জুলাই, ২০২৫ রাত ১১টার মধ্যে জমা দিতে হবে৷  তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://ssc.gov.in/

Official Notification: Click here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৯/৭ /২০২৫)

Share it :

Leave a Reply