Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

STAFF SELECTION COMMISSION IS RECRUITING 2065 PERSONNEL IN VARIOUS DEPARTMENTS / কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ২০৬৫

Advt. No. Phase-X/2022/Selection Posts

Online Applications are invited from eligible candidates to fill up 1920 vacancies in various post.

Post: Various

Total vacancy: 2065

Eligibility: Post wise different.

Age limit: Post wise different.

Pay scale:  Post wise different.

Last date of online application: 13th June, 2022 till 11 pm.

……………………

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন  মন্ত্রক ও দপ্তরে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন পদে ২০৬৫ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৩ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷ বয়স : মাধ্যমিকের সার্টিফিকেটে উল্লেখিত বয়স গ্রহণযোগ্য হবে৷ বয়সের হিসেব ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী করতে হবে৷ বয়সের ঊর্ধ্বসীমায় তপশিলি সম্প্রদায় প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর ছাড় পাবেন৷

ইস্টার্ন রিজিয়নে যোগ্যতা অনুযায়ী পদ -মোট শূন্যপদ ৩৭৯ (ক) মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে এই সমস্ত পদে-(১) ফটো আর্টিস্ট (পোস্ট নংER10422 : শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ২১ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবেঅ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(২) লেডি মেডিক্যাল অ্যাটেন্ড্যান্ট (পোস্ট নং ER11722 :শূন্যপদ ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, কলকাতা৷

(৩) মেডিক্যাল অ্যাটেন্ড্যান্ট (পোস্ট নং ER11822 :শূন্যপদ ১১ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, কলকাতা৷

(৪) টেকনিক্যাল অফিসার – ড্রিলিং (পোস্ট নং ER12522 :শূন্যপদ ৩৫ (তঃজাঃ ১, ওবিসি ২৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ফরিদাবাদ৷

(৫) ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (পোস্ট নং ER13622 :শূন্যপদ ২ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৩ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(৬) মাল্টি টাস্কিং স্টাফ (পোস্ট নং ER14222 :শূন্যপদ ১৭ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ইস্টার্ন রিজিওন), কলকাতা৷

(৭) মাল্টি টাস্কিং স্টাফ (পোস্ট নং ER14322 :শূন্যপদ ২৩ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেড কোয়ার্টার), কলকাতা৷

(৮) টেকনিক্যাল অপারেটর – ড্রিলিং (পোস্ট নং ER15122 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ইস্টার্ন রিজিওন), কলকাতা৷

(৯) বাইন্ডার (পোস্ট নং ER15322 :শূন্যপদ ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, নিউ দিল্লি৷

(১০) মাল্টি টাস্কিং স্টাফ (পোস্ট নং ER15422 :শূন্যপদ ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, নিউ দিল্লি৷

(১১) লাইব্রেরি ক্লার্ক – বাইন্ডিং (পোস্ট নং ER16222 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা৷

(১২) লাইব্রেরি ক্লার্ক – জেনারেল (পোস্ট নং ER16322 :শূন্যপদ ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা৷

(১৩) ড্রাফটসম্যান (পোস্ট নং ER16822 :শূন্যপদ ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সয়েল অ্যান্ড ল্যান্ড ইউজ সার্ভে অফ ইন্ডিয়া, রাঁচি৷

(১৪) ফিল্ড অ্যাটেন্ড্যান্ট – উইথ মাল্টি টাস্কিং (পোস্ট নং ER16922 :শূন্যপদ ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(১৫) অফিস অ্যাটেন্ড্যান্ট – মাল্টি টাস্কিং স্টাফ (পোস্ট নং ER17022 :শূন্যপদ ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(১৬) ওয়ার্কশপ অ্যাটেন্ড্যান্ট (পোস্ট নং ER17222 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার ফর ডিফারেন্টলি এবেলড, কলকাতা৷

(খ) উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে এই সমস্ত পদে- (১) কেয়ারটেকার (পোস্ট নং ER10222 :শূন্যপদ ২ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, কলকাতা৷

(২)ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER10922 : শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER11122 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ক্যাটল ব্রিডিং ফার্ম, ওড়িশা৷

(৪) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (পোস্ট নং ER11222 :শূন্যপদ ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ফার্টিলাইজার কোয়ালিটি কনেট্রাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ফরিদাবাদ৷

(৫) অক্সিলারি নার্সিং মিডওয়াইফ (পোস্ট নং ER11422 :শূন্যপদ ২ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, কলকাতা৷

(৬) আয়ুর্বেদিক ফার্মাসিস্ট (পোস্ট নং ER11522 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, কলকাতা৷

(৭) ল্যাবরেটরি টেকনিশিয়ান (পোস্ট নং ER11622 :শূন্যপদ ৩ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, কলকাতা৷

(৮) নার্সিং অফিসার (পোস্ট নং ER11922 :শূন্যপদ ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, কলকাতা৷

(৯) ফার্মাসিস্ট – অ্যালোপ্যাথিক (পোস্ট নং ER12022 :শূন্যপদ ১৫ (জেনাঃ ৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৪, ওবিসি ৩)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, কলকাতা৷

(১০) ফার্মাসিস্ট কাম ক্লার্ক – হোমিয়োপ্যাথিক (পোস্ট নং ER12122 :শূন্যপদ ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, কলকাতা৷

(১১) সার্ভেয়র (পোস্ট নং ER12422 :শূন্যপদ ৪ (জেনাঃ ১, তঃজাঃ ২, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ফরিদাবাদ৷

(১২) অ্যাসিস্ট্যান্ট – আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট (পোস্ট নং ER12922 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, নিউ দিল্লি৷

(১৩) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট থ্রি (পোস্ট নং ER13022 :শূন্যপদ ৪ (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল রেভেনিউ কন্ট্রোল ল্যাবরেটরি, নিউ দিল্লি৷

(১৪) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট – কম্পিউটার সায়েন্স (পোস্ট নং ER13322 :শূন্যপদ ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট জেনারেল অফ অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স, নিউ দিল্লি৷

(১৫) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট – ইলেকট্রিক্যাল (পোস্ট নং ER13422 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট জেনারেল অফ অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স, নিউ দিল্লি৷

(১৬) ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান (পোস্ট নং ER13522 :শূন্যপদ ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ইস্টার্ন রিজিওন), কলকাতা৷

(১৭) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ড্রিলিং (পোস্ট নং ER13822 :শূন্যপদ ১১ (জেনাঃ ৯, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার), কলকাতা৷

(১৮) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – জিয়োফিজিক্স (পোস্ট নং ER14022 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার), কলকাতা৷

(১৯) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান – জিয়োফিজিক্স (পোস্ট নং ER14122 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার), কলকাতা৷

(২০) সিনিয়র সার্ভেয়র (পোস্ট নং ER14522 :শূন্যপদ ১০ (জেনাঃ ৭, তঃজাঃ ২, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার), কলকাতা৷

(২১) স্টেনোগ্রাফার গ্রেড টু (পোস্ট নং ER14822 :শূন্যপদ ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার), কলকাতা৷

(২২) স্টোরস ক্লার্ক (পোস্ট নং ER14922 :শূন্যপদ ২ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার), কলকাতা৷

(২৩) স্টোর কিপার (পোস্ট নং ER15022 :শূন্যপদ ৯ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার), কলকাতা৷

(২৪) ল্যাবরেটরি টেকনিশিয়ান (পোস্ট নং ER15222 :শূন্যপদ ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৩ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ইনস্টিটিউট অফ সেরোলজি, কলকাতা৷

(২৫) প্রিজার্ভেশন অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER15522 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৩ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, নিউ দিল্লি৷

(২৬) ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER15622 :শূন্যপদ ৪ (জেনাঃ ৩, ওবিসি১)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন, কলকাতা৷

(২৭) হিন্দি টাইপিস্ট (পোস্ট নং ER15722 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন, কলকাতা৷

(২৮) স্টেনোগ্রাফার গ্রেড টু (পোস্ট নং ER16022 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন, কলকাতা৷

(২৯) হ্যান্ডিক্রাফট প্রমোশন অফিসার (পোস্ট নং ER16622 :শূন্যপদ ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ৩, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ডেভেলপমেন্ট কমিশনার (হ্যান্ডিক্রাফট), নিউ দিল্লি৷

(গ) গ্র্যাজুয়েট যোগ্যতায় আবেদন করা যাবে এই সমস্ত পদে-(১) সিনিয়র প্রিজার্ভেশন অ্যাসিস্ট্যন্ট (পোস্ট নং ER10122 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটাকি গার্ডেন, হাওড়া৷

(২) ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যন্ট (পোস্ট নং ER10322 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(৩) রিসার্চ অ্যাসোসিয়েট – কালচারাল অ্যানথ্রোপলজি (পোস্ট নং ER10522 :শূন্যপদ ১ (তঃউঃজাঃ)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(৪) রিসার্চ অ্যাসোসিয়েট – ইকোলজি (পোস্ট নং ER10622 :শূন্যপদ ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(৫) রিসার্চ অ্যাসোসিয়েট – ফিজিক্যাল অ্যানথ্রোপলজি ডিভিশন (পোস্ট নং ER10722 :শূন্যপদ ১ (তঃউঃজাঃ)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(৬) বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER10822 :শূন্যপদ ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(৭) সিনিয়র প্রিজার্ভেশন  অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER11022 : শূন্যপদ ৪ (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(৮) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER11322 :শূন্যপদ ৫ (জেনাঃ ৪, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স, কলকাতা৷

(৯) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER12222 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল কাম লেবার কোর্ট, আসানসোল৷

(১০) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – হাইড্রোজিয়োলজি (পোস্ট নং ER12322 :শূন্যপদ ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ফরিদাবাদ৷

(১১) বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER12622 :শূন্যপদ ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, হাওড়া৷

(১২) সিনিয়র প্রিজার্ভেশন অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER12722 :শূন্যপদ ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, হাওড়া৷

(১৩) ফার্ম ম্যানেজার (পোস্ট নং ER12822 :শূন্যপদ ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল পোলট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ওড়িশা৷

(১৪) জুনিয়র কেমিস্ট (পোস্ট নং ER13122 :শূন্যপদ ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন, ফরিদাবাদ৷

(১৫) গার্ল ক্যাডেট ইনস্ট্রাকটর (পোস্ট নং ER13222 :শূন্যপদ ৩৩ (জেনাঃ ২, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ বয়স: ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট জেনারেল এনসিসি, দিল্লি৷

(১৬) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – কেমিক্যাল (পোস্ট নং ER13722 :শূন্যপদ ২ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(১৭) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – জিয়োলজি (পোস্ট নং ER13922 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(১৮) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER14422 :শূন্যপদ ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার), কলকাতা৷

(১৯) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – কেমিক্যাল (পোস্ট নং ER14622 :শূন্যপদ ১২ (জেনাঃ ৯, ওবিসি ৩)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার), কলকাতা৷

(২০) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – জিয়োলজি (পোস্ট নং ER14722 :শূন্যপদ ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার), কলকাতা৷

(২১) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER15822 :শূন্যপদ ১ (তঃজাঃ)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন, কলকাতা৷

(২২) স্ট্যাটিসটিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER15922 :শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন, কলকাতা৷

(২৩) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট – জেনারেল (পোস্ট নং ER16122 :শূন্যপদ ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা৷

(২৪) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট – কেমিক্যাল (পোস্ট নং ER16422 :শূন্যপদ ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল টেস্ট হাউজ, কলকাতা৷

(২৫) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট – মেকানিক্যাল (পোস্ট নং ER16522 :শূন্যপদ ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল টেস্ট হাউজ, কলকাতা৷

(২৬) অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার – মেকানিক্যাল (পোস্ট নং ER16722 :শূন্যপদ ২ (তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সয়েল অ্যান্ড ল্যান্ড ইউজ সার্ভে অফ ইন্ডিয়া, দিল্লি৷

(২৭) সিনিয়র জুলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER17122 :শূন্যপদ ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

(২৮) অফিস সুপারিনটেন্ড্যান্ট (পোস্ট নং ER17322 :শূন্যপদ ১৮ (জেনাঃ ১০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷

ইস্টার্ন রিজিয়ন ব্যতীত স্টাফ সিলেকশন কমিশনের অন্যান্য রিজিয়নের অধীনে বাকি ১৬৮৬ শূন্যপদের নিয়োগ হবে৷

আবেদনের পদ্ধতি : অনলাইনে আবেদন করতে হবে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন ফি ১০০ টাকা জমা করতে হবে ১৫ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷ অফলাইনে জমা দেওয়া যাবে এসবিআই ব্যাঙ্ক চালানের মাধ্যমে ১৮ জুন, ২০২২ এর মধ্যে৷ তবে চালান জেনারেট করতে হবে ১৬ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷ তপশিলি সম্প্রদায়, প্রতিবন্ধী, প্রক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি জেপিজি, ফর্ম্যাটে (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজ) ও সই (৪ সেমি× ৩ সেমি) জেপিজি ফর্ম্যাটে ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইন আবেদন করে প্রিন্টআউট নিয়ে নেবেন, এটি পরে কাজে লাগবে৷ যে সকল প্রার্থী একই রিজিয়নে একাধিক পদে আবেদন করবেন বা বিভিন্ন রিজিয়নে বিভিন্ন পদে আবেদন করবেন বা বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পদে আবেদন করবেন তাদের ‘কমন ক্যান্ডিডেট’ হিসেবে বিবেচনা করা হবে৷ কমন ক্যান্ডিডেট প্রার্থীদের একই যোগ্যতার পদগুলির জন্য (যেমন মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েট) কেবলমাত্র একবারই পরীক্ষায় বসার সুযোগ পাবেন৷ যদি একাধিক যোগ্যতার পদে আবেদন করে থাকেন সেক্ষেত্রে একাধিকবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে৷ অর্থাৎ মাধ্যমিক  যোগ্যতার পদগুলির জন্য একবার, উচ্চমাধ্যমিক যোগ্যতার পদগুলির জন্য একবার ও গ্র্যাজুয়েট যোগ্যতার পদগুলির জন্য একবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন৷৷ অ্যাপ্লিকেশন ফর্ম সংশোধন ও পরিবর্তন করা যাবে ২০ জুন, ২০২২ থেকে ২৪ জুন, রাত ১১টা পর্যন্ত৷ ইস্টার্ন রিজিয়নের পরীক্ষাকেন্দ্রগুলি হল-কলকাতা (৪৪১০), কল্যাণী (৪৪১৯), শিলিগুড়ি (৪৪১৫), পোর্ট ব্লেয়ার (৪৮০২), রাঁচি (৪২০৫), বালাসোর (৪৬০১), ঢেঙ্কানল (৪৬১১), রৌরকেল্লা (৪৬১০), সম্বলপুর (৪৬০৯), গ্যাংটক (৪০০১), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫), বেরহামপুর (৪৬০২)৷ এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ইস্টার্ন রিজিয়নের অফিসে-ইস্টার্ন রিজিয়ন, স্টাফ সিলেকশন কমিশনস, প্রথম এমএসও বিল্ডিং (নবম তল), ২৩৪/৪, আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা – ৭০০০২০, ওয়েবসাইট www.sscer.org৷

প্রার্থী বাছাই পদ্ধতি : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট যোগ্যতায় পৃথক কম্পিউটার বেসড টেস্ট (অবজেক্টিভ টাইপ এমসিকিউ) পরীক্ষা  ও নথিপত্র  যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ১ ঘণ্টার অনলাইন পরীক্ষায়  জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে৷ প্রতি বিষয়ে ২৫টি করে প্রশ্ন, প্রতিটি প্রশ্নেরমান ২৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে৷ প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে৷ পরীক্ষার সম্ভাব্য সময় আগস্ট, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://ssc.nic.in/

Get DetailsClick Here

 

Share it :