Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

STATE ELIGIBILITY TEST (SET) FOR THE POST OF ASSISTANT PROFESSOR IN WEST BENGAL

Advt. No. 27/SET

Post: Assistant Professor

Eligibility: Master Degree in relevant subjects

Age-limit: N/A

Application Fee: Rs. 1400 (Rs. 700 for OBC/EWS, Rs. 350 for SC/ST)

Exam Date: 14/12/2025

Last Date of Online Application: 31/08/2025

………………………………………..

সেটপরীক্ষার মাধ্যমে রাজ্যে কয়েকশো সহকারী অধ্যাপক

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন রাজ্য সরকারের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও জেনারেল ডিগ্রি কলেজগুলিতে স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষার মাধ্যমে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে এই ৩৩টি বিষয়ে- ইংরেজি (কোড ০১), বাংলা (কোড ০২), সংস্কৃত (কোড ০৩), হিন্দি (কোড ০৪), উর্দু (কোড ০৫), কমার্স (কোড ০৬), ইকোনমিক্স (কোড ০৭), ইতিহাস (কোড ০৮), ফিলোজফি (কোড ০৯), পলিটিক্যাল সায়েন্স (কোড ১০), এডুকেশন (কোড ১১), কেমিক্যাল সায়েন্স (কোড ১২), ভূগোল (কোড ১৩), লাইফ সায়েন্স (কোড ১৪), ম্যাথমেটিক্যাল সায়েন্স (কোড ১৫), ফিজিক্যাল সায়েন্স (কোড ১৬), সোশিয়োলজি (কোড ১৭), সাইকোলজি (কোড ১৮), লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (কোড ১৯), ফিজিক্যাল এডুকেশন (কোড ২০), ইলেকট্রনিক সায়েন্স (কোড ২১), কম্পিউটার সায়েন্স (কোড ২২), হোম সায়েন্স (কোড ২৩), সাঁওতালি (কোড ২৪), মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (কোড ২৫), অ্যানথ্রোপলজি (কোড ২৬), আর্থ সায়েন্সেস (কোড ২৭), মিউজিক (কোড ২৮), আইন (কোড ২৯), নেপালি (কোড ৩০), ম্যানেজমেন্ট (কোড ৩১), আরবি (কোড ৩২), এনভায়রনমেন্টাল সায়েন্স (কোড ৩৩)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত, ওবিসি-এনসিএল, আর্থিকভাবে অনগ্রসর, শারীরিক প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে৷ যেসব প্রার্থীরা মাস্টার ডিগ্রির চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন তারাও আবেদন করতে পারবেন, তবে ৫৫ শতাংশ নম্বর (তপশিলি সম্প্রদায়ভুক্ত, ওবিসি-এনসিএল, আর্থিকভাবে অনগ্রসর, শারীরিক প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) পেয়ে পাশ না করতে পারলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বিবেচিত হবেন না৷ ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের আগে পিএইচডি ডিগ্রি প্রাপক প্রার্থীদের মাস্টার ডিগ্রিতে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ ১৯৮৯ সালের  আগে ইউজিসি / সিএসআইআর-এর নেওয়া জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পরীক্ষায় সফলরাও নেট / সেট পরীক্ষায় ছাড় পাবেন৷ ১ জুন, ২০০২-এর আগে ইউজিসি স্বীকৃত সেট পরীক্ষায় সফল প্রার্থীরা ভারতের যেকোনো স্থানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারেন৷ তবে উল্লেখিত তারিখের পরে অনুষ্ঠিত হওয়া সেট পরীক্ষায় সফল প্রার্থীরা শুধুমাত্র নিজের রাজ্যেই আবেদন করতে পারবেন৷

বয়স: বয়সের কোনো ঊধর্বসীমা নেই৷

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbcsconline.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১,৪০০ টাকা (ওবিসি-এনসিএল, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৭০০ টাকা ও তপশিলি, শারীরিক প্রতিবন্ধী, রূপান্তরকামী প্রার্থীদের বেলায় ৩৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ জিএসটি ও ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত৷ নিজের যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

Official Website: https://www.wbcsconline.in/

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৬ /৮ /২০২৫)

Share it :

Leave a Reply