Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SUB ASSISTANT ENGINEERS IN PURBA MEDINIPUR DISTRICT / পূর্ব মেদিনীপুর জেলায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ

Advt. No. P&A.II/472/JSSC/SCTIMST/2022

Purba Medinipur Zilla Parishad invites applications for the following post.

Post: Sub Assistant Engineer (Civil).

Total vacancy: 2 (UR).

Eligibility: A diploma in Civil Engineering.

Age: 18 to 40 Years old as on 01/01/2022.

Salary: 17,000/-.

Last Date of Submit Application: 22nd March, 2022 up to 5 pm.

…………………………………………

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দু’জন ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)’ নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে ১৪ মার্চ থেকে ২২ মার্চ, ২০২২ (যে কোনো কাজের দিন) সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,০০০ টাকা৷ প্রাথমিকভাবে ৬ মাসের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.purbamedinipur.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে ও তার নিচে সই করে দিতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে একটি মুখবন্ধ করা খামে ভরে নির্দিষ্ট ড্রপ বক্সে ফেলে আসতে হবে —Chamber of the Secretary, Purba Medinipur Zilla Parishad৷ দরখাস্তের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট করা প্রার্থীদের তালিকা উল্লিখিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://purbamedinipur.gov.in/

Get details: Click Here

Share it :