Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SVNIRTAR RECRUITS 59 PERSONNEL IN VARIOUS POSTS / সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকে ৫৯

Advt. No. AD 6B 19/05/2022

Advt. No. AD 6B 32/06/2022

Online applications are invited for the following posts.

Post: Sr. Resident, Jr. Resident, Speech Therapist, Physiotherapist, Occupational Therapist, Staff Nurse, Prosthetics & Orthotics, Pharmacist, Library & Information Assistant, Registration Clerk, MTS – Nursing Assistant, Assistant Professor, Lecturer, Special Educator / Orientation Mobility Instructor, Clinical Assistant.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary: post wise different.

Last Date of Online Application: 28th September, 2022.

…………………………………………….

কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহ্যাবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ দু’টি পৃথক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্ট, স্পিচ থেরাপি, ফিজিয়োথেরাপি, অক্যুপেশনাল থেরাপি, স্টাফ নার্স, প্রস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট, ফার্মাসিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, রেজিস্ট্রেশন ক্লার্ক, এমটিএস – নার্সিং অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার, স্পেশাল এডুকেটরস / ওরিয়েন্টেশন মোবিলিটি ইনস্ট্রাকটর, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে৷

পদ ও বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী যোগ্যতা : (ক) বিজ্ঞপ্তি নংAD 6B 19/05/2022: (১) সিনিয়র রেসিডেন্ট (কনট্র্যাকচুয়াল) : এমডি / ডিএনবি (পিএমআর) পাশ হতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) জুনিয়র রেসিডেন্ট (কনট্র্যাকচুয়াল) : এমবিবিএস পাশ হতে হবে ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ বয়স: ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷

(৩) স্পিচ থেরাপি (কনসালট্যান্ট) : স্পিচ প্যাথোলজি অ্যান্ড অডিয়োলজিতে ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷

(৪) ফিজিয়োথেরাপি (কনসালট্যান্ট) : ফিজিয়োথেরাপিতে ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফিজিয়োথেরাপিতে মাস্টার ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷

(৫) অক্যুপেশনাল থেরাপি (কনসালট্যান্ট) : অক্যুপেশনাল থেরাপিতে ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অক্যুপেশনাল থেরাপিতে মাস্টার ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৷ বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷

(৬) স্টাফ নার্স (কনসালট্যান্ট) : বি.এসসি নার্সিং / জিএনএম পাশ হতে হবে৷ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ অর্থোপেডিক নার্সিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৷ বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷

(৭) প্রস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট (কনসালট্যান্ট) : প্রস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট বিষয়ে ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷

(৮) ফার্মাসি (কনসালট্যান্ট) : মাধ্যমিক বা সমতুল পাশ ও ফার্মাসিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷

(৯) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট (কনসালট্যান্ট) : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে৷ ভালো কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷

(১০) রেজিস্ট্রেশন ক্লার্ক (আউটসোর্সিং) : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ মেডিক্যাল রেকর্ড কিপিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে  হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷

(১০) এমটিএস (স্কিলড) – নার্সিং অ্যাসিস্ট্যান্ট (আউটসোর্সিং) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ফার্স্ট এইডের কাজ জানতে হবে ও ড্রেসিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৷

এই বিজ্ঞপ্তির অধীন প্রতিটি নিয়োগ হবে প্রতিষ্ঠানের ওলাটপুর (কটক) দপ্তরে৷

(খ) বিজ্ঞপ্তি নংAD 6B 32/06/2022: (১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর – পিএমআর, (কনসালট্যান্ট) : এমবিবিএস পাশ ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষকতা বা গবেষণার কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের রিহ্যাবিলিটেশন সম্বন্ধীয় কোনো বিষয়ে পিএইচ.ডি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতন: প্রতি মাসে ৭০,০০০ টাকা৷

(২) অ্যাসিস্ট্যান্ট প্রফেসার – স্পিচ অ্যান্ড হিয়ারিং (কনট্র্যাকচুয়াল) : স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষকতা বা গবেষণার কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের রিহ্যাবিলিটেশন সম্বন্ধীয় কোনো বিষয়ে পিএইচ.ডি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: প্রতি মাসে ৬৫,০০০ টাকা৷

(৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসার – ক্লিনিক্যাল সাইকোলজি (কনট্র্যাকচুয়াল) : ক্লিনিক্যাল রিহ্যাবিলিটেশন সাইকোলজিতে এম.ফিল পাশ হতে হবে৷ শিক্ষকতা বা গবেষণার কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের রিহ্যাবিলিটেশন সম্বন্ধীয় কোনো বিষয়ে পিএইচ.ডি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতন: প্রতি মাসে ৬৫,০০০ টাকা৷

(৪) লেকচারার – অক্যুপেশনাল (কনট্র্যাকচুয়াল) : অক্যুপেশনাল থেরাপিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষকতা বা গবেষণার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের রিহ্যাবিলিটেশন সম্বন্ধীয় কোনো বিষয়ে পিএইচ.ডি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: প্রতি মাসে ৫৫,০০০ টাকা৷

(৫) প্রস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট (কনসালট্যান্ট) : প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বিষয়ে ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷

(৬) স্পেশাল এডুকেটর / ওরিয়েন্টেশন মোবিলিটি ইনস্ট্রাকটর (কনসালট্যান্ট) : ওরিয়েন্টেশন অ্যান্ড মোবিলিটি ইনস্ট্রাকশনে ডিপ্লোমা পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷

(৭) ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কনসালট্যান্ট) : বি.এসসি (স্পিচ অ্যান্ড হিয়ারিং) বা বিআরএস (এমআর) ডিগ্রি পাশের পর ক্লিনিশিয়ান / রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷

এই বিজ্ঞপ্তির অধীন প্রতিটি নিয়োগ হবে প্রতিষ্ঠানের রাঁচি ও বলঙ্গির দপ্তরে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে http://www.svnirtar.nic.in বা http://www.recruitment.svnirtar.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ১৪ অক্টোবর, ২০২২ এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে -TO THE DIRECTOR, SWAMI VIVEKANADA NATIONAL INSTITUTE OF REHABILITAION TRAINING AND RESEARCH, Olatpur, Post: Bairoi, Dist: Cuttack, Odisha, PIN -754010৷ খামের উপর আবেদন করা পদের নাম লিখে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: http://www.svnirtar.nic.in/?q=recruitment

Get details: Click Here

 

 

Share it :