Advt No.DR-2/CCI/2020/
The Cotton Corporation of India Limited is a public sector undertaking under Ministry of Textile, Government of India invites applications on direct recruitment Basis for the post of Management Trainee, Junior Commercial Executive, Junior Assistant.
Post : Management Trainee (Mktg), Management Trainee (Accounts), Junior Commercial Executive , Junior Assistant (General), Junior Assistant(Accounts).
Eligibility : (i) Management Trainee (Mktg) : MBA in Agri Business Management/Agriculture related MBA.
(ii) Management Trainee (Accounts): CA/CMA/MBA (Fin)/ MMS/M.Com. or any equivalent Post Graduate Degree in Commerce discipline.
(iii) Junior Commercial Executive: B.Sc Agriculture from any recognized University with an aggregate of 50% marks, 45% marks in case of SC/ST/PH candidates.
(iv) Junior Assistant (General): B.Sc Agriculture from any recognized University with an aggregate of 50% marks, 45% marks in case of SC/ST/PH candidates.
(v) Junior Assistant(Accounts): B.Com from any recognized University with an aggregate of 50% marks, 45% marks in case of SC/ST/PH candidates.
Age (As on 1/11/20) : The minimum age of the candidate applying for any post must be 18 years or above.
Total Vacancy: (i) Management Trainee (Mktg) : 5 ( UR-2, SC-1, OBC-1, EWS-1) .
(ii) Management Trainee (Accounts): 6 (UR- 4,OBC-1, EWS-1 ) .
(iii) Junior Commercial Executive: 50 (UR-19, SC-8, ST- 4, OBC-14, EWS-5).
(iv) Junior Assistant (General): 20(UR- 8, SC-4, ST-1,OBC-5, EWS-2).
(v) Junior Assistant(Accounts): 14 (UR- 6, SC-2, ST-1, OBC-4, EWS-1).
Salary : (i) Management Trainee (Mktg) –. Rs 30,000 – 1,20,000 (IDA)
(ii) Management Trainee (Accounts) – Rs 30,000 – 1,20,000 (IDA)
(iii) Junior Commercial Executive – Rs 22000-90000 (IDA)
(iv) Junior Assistant (Accounts) – Rs 22000-90000 (IDA)
(v) Junior Assistant (General) – Rs 22000-90000 (IDA)
Online application closing date : 7 January 2021.
Website: www.cotcorp.org.in.
……………………………………………………………………………………………………………….
কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৯৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ নভেম্বর, ২০২০ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ নির্বাচিত প্রার্থীদের প্রথমে ১২ মাসের প্রবেশন পিরিয়ড থাকবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা:(১) জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, পোস্ট কোড ১০৩: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪০% নম্বর) বি.এসসি এগ্রিকালচার পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ১৯, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১০টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ২২,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(২) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জেনারেল), পোস্ট কোড ১০৪: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪০% নম্বর) বি.এসসি এগ্রিকালচার পাশ হতে হবে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১ ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৫টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ২২,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(৩) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট(অ্যাকাউন্টস), পোস্ট কোড ১০৫: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪০% নম্বর) বি.কম পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১ ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ২২,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷
(৪) ম্যানেজমেন্ট ট্রেনি(মার্কেটিং), পোস্ট কোড ১০১: এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার সম্বন্ধীয় কোনো বিষয়ে এমবিএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
(৫) ম্যানেজমেন্ট ট্রেনি(অ্যাকাউন্টস), পোস্ট কোড ১০২: সিএ / সিএমএ /এমবিএ(ফিনান্স) /এমএমএস / এম.কম পাশ অথবা বাণিজ্য শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.cotcorp.org.in ওয়েবসাইটের Recruitment সেকশনে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / প্রাক্তন সমরকর্মী / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পরীক্ষা কেন্দ্রগুলি হল- কলকাতা, পাটনা, মুম্বই / নবি মুম্বই, হায়দরাবাদ, নিউ দিল্লি, চেন্নাই, লক্ষ্নৌ, চণ্ডীগড়, বেঙ্গালুরু, আমেদাবাদ,জয়পুর৷ লিখিত পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রার্থীদের ৪০% নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের ৩০% নম্বর) পেতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Click Here To Download The Official Notification : Get Details