Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

The Indian Navy 210 Officer / নৌবাহিনীতে ২১০ অফিসার

JUN 2021 (AT 21) COURSE

 Applications are invited from unmarried eligible men & women candidates for grant of Short Service Commission (SSC) for course commencing Jun 2021 onwards at Indian Naval Academy (INA) Ezhimala, Kerala  in the Indian Navy.

Post : Officer.

Selected candidates will undergo training with one of the following three distinct courses :-

  • Extended Naval Orientation Course – General Service (Executive) [GS(X)]/Hydrography.
  • Naval Orientation Course (NOC) Regular – Naval Armament Inspectorate Cadre/ Observer / Pilot / Logistics / Technical (Engineering & Electrical)/ Education.
  • Special NOC – SSC (Executive/Information Technology).

Eligibility : (i) Executive Branch : (a) SSC General Service (GS/X)/Hydro Cadre : BE/B.Tech in any discipline with minimum 60% marks. (b) SSC Naval Armament Inspectorate Cadre (NAIC): BE/B.Tech with minimum 60% marks in Mechanical / Mechanical with Automation / Electrical / Electrical & Electronics / Electronics / Micro Electronics / Instrumentation / Electronics & Communication / Electronics & Tele Communication / Instrumentation & Control / Control Engineering / Production / Industrial Production / Industrial Engineering / Applied Electronics & Instrumentation/ Electronics & Instrumentation / Information Technology / Computer Science / Computer Engineering / Computer Application / Metallurgy / Metallurgical / Chemical / Material Science / Aero Space / Aeronautical Engineering OR Post Graduate degree in Electronics / Physics. Candidate must have 60% aggregate marks in class X and XII and minimum 60% marks in English in class X or class XII. (c) SSC Observer : BE/B.Tech in any discipline with minimum 60% marks. (Candidate must have 60% aggregate marks in class X and XII and minimum 60% marks in English in class X or class XII). (d) SSC Pilot : BE/B.Tech in any discipline with minimum 60% marks. (Candidate must have 60% aggregate marks in class X and XII and minimum 60% marks in English in class X or class XII). (e) SSC Logistics : (i) BE/B.Tech in any discipline with First Class or (ii) MBA with First Class or (iii) B.Sc / B.Com / B.Sc.(IT) with First class with a PG Diploma in Finance / Logistics / Supply Chain Management / Material Management or (iv) MCA / M.Sc (IT) with First Class.  (f) SSC X (IT) : (i) BE/B.Tech with minimum 60% marks in Computer Science / Computer Engg / IT / M.Sc (Computer) / MCA / M.Tech (Computer Science).

(ii) Technical Branch : (g) SSC Engineering Branch [General Service (GS)] : BE/B.Tech with minimum 60% marks in streams (i) Mechanical / Mechanical with Automation (ii) Marine (iii) Instrumentation (iv) Production (v) Aeronautical (vi) ) Industrial Engineering & Management (vii) Control Engg (viii) Aero Space (ix) Automobiles (x) Metallurgy (xi) Mechatronics (xii) Instrumentation & Control.  (h) SSC Electrical Branch [General Service (GS)] :  BE/B.Tech with minimum 60% marks in streams (i) Electrical (ii) Electronics (iii) Tele Communication (iv) Electronics & Communication (v) Power Engineering (vi) Power Electronics (vii) Electronics & Instrumentation/Applied Electronics & Instrumentation (viii) Instrumentation & Control (ix) Instrumentation (x) Applied Electronics and Communication (AEC).

(iii) Education Branch : (i) SSC Education : (i) First Class in M.Sc. (Maths/Operational Research) with Physics in B.Sc. (ii) First Class in M.Sc. (Physics/Applied Physics/Nuclear Physics) with Maths in B.Sc. (iii) First Class in M.Sc. Chemistry. (iv) 55% in MA (English). (v) 55% in MA (History). (vi) BE / B.Tech with minimum 60% marks (Electronics & Communication/ Electrical & Electronics/ Electronics & Instrumentation/ Electronics & Telecommunications/ Electrical). (vii) BE / B.Tech with minimum 60% marks in Mechanical Engineering . (viii) BE / B.Tech with minimum 60% marks (Computer Science/Information Technology/Computer Technology/Information Systems/Computer Engineering).

Candidates applying for the Education entry must have scored minimum of 60% marks in class X and class XII and minimum 60% marks in English in class X or class XII.

Age (Born Between ) : (i) Executive Branch : (a) SSC General Service (GS/X)/Hydro Cadre : 02 Jul 1996 & 01 Jan 2002. (b) SSC Naval Armament Inspectorate Cadre (NAIC): 02 Jul 1996 & 01 Jan 2002.

  • SSC Observer : 02 Jul 1997 & 01 Jul 2002. (d) SSC Pilot : 02 Jul 1997 & 01 Jul 2002. (e) SSC Logistics : 02 Jul 1996 & 01 Jan 2002. (f) SSC X (IT) : 02 Jul 1996 & 01 Jan 2002.

(ii) Technical Branch : (g) SSC Engineering Branch [General Service (GS)] : 02 Jul 1996 & 01 Jan 2002.

(h) SSC Electrical Branch [General Service (GS)] :  02 Jul 1996 & 01 Jan 2002.

(iii) Education Branch : (i) SSC Education : : 02 Jul 1996 & 01 Jul 2000.

Total Vacancy: 210 . (i) Executive Branch : 122. (ii) Technical Branch : 70. (iii) Education Branch : 18.

Online application closing date : 31 December 2020.

Website : www.joinindiannavy.gov.in

……………………………………………………………………………………………………………….

ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনে (Jun 2021 (AT21)Course) এক্সিকিউটিভ ব্রাঞ্চ, টেকনিক্যাল ব্রাঞ্চ ও এডুকেশন ব্রাঞ্চে ২১০ জন ‘অফিসার’ নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ ডিসেম্বর, ২০২০ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) এক্সিকিউটিভ ব্রাঞ্চ: (১) এসএসসি জেনারেল সার্ভিস (জিএস/এক্স) / হাইড্রো ক্যাডার: কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ৪০ (জিএস / এক্স : ৩৮, হাইড্রো : ২)৷

(২) এসএসসি ন্যাভল আর্মামেন্ট ইন্সপেক্টরেট ক্যাডার: কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিক্যাল / মেকানিক্যাল উইথ অটোমেশন / ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স / মাইক্রো ইলেক্ট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার অ্যাপ্লিকেশন / মেটালার্জি /মেটালার্জিক্যাল / কেমিক্যাল / মেটিরিয়াল সায়েন্স / অ্যারো স্পেস  /অ্যারোনিটিক্যাল ইঞ্জিনিয়ারিং‘এ বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা অথবা ইলেক্ট্রনিক্স / ফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ৬০% নম্বর বা তার বেশি পেতে হবে৷ দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ১৬৷

(৩) এসএসসি অবজার্ভার: কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্করে মোট ৬০% নম্বর বা তার বেশি পেতে হবে৷ দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷  শূন্যপদ: ৬৷

(৪) এসএসসি পাইলট: কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্করে মোট ৬০% নম্বর বা তার বেশি হতে হবে৷ দশম বা দ্বাদ্বশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷ যে সব প্রার্থীদের বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স আছে তারা বয়সের ক্ষেত্রে ১ বছরের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১৫৷

(৫) এসএসসি লজিস্টিকস: যে কোনো শাখায় প্রথম শ্রেণির বি.ই / বি.টেক পাশ অথবা এমবিএ পাশ অথবা বি.এসসি / বি.কম / বি.এসসি (আইটি) পাশ সঙ্গে ফিনান্স / লজিস্টিকস / সাপ্লাই চেন ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা অথবা প্রথম শ্রেণির এমসিএ / এম.এসসি (আইটি) পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ২০৷

(৬) এসএসসি এক্স (আইটি): কমপক্ষে ৬০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / আইটি / এম.এসসি (কম্পিউটার) / এমসিএ / এম.টেক (কম্পিউটার সায়েন্স) পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ২৫৷

(খ) টেকনিক্যাল ব্রাঞ্চ: (১) এসএসসি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিক্যাল / মেকানিক্যাল উইথ অটোমেশন / মেরিন / ইনস্ট্রুমেন্টেশন / প্রোডকাশন / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট / অটোমোবাইল / মেকাট্রনিক্স / অ্যারোনটিক্যাল / কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / মেটালার্জি / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / অ্যারো স্পেস শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ৩০৷

(২) এসএসসি ইলেক্ট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / পাওয়ার ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় বি.ই / বি.টেক পাশ ছেলেরা দরখাস্ত করতে পারবেন৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷ শূন্যপদ: ৪০৷

(গ) এডুকেশন ব্রাঞ্চ: (১) এসএসসি এডুকেশন: ফিজিক্সে বি.এসসি পাশ ও ম্যাথস / অপারেশনাল রিসার্চ নিয়ে প্রথম শ্রেণির এম.এসসি পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ৬৷ ম্যাথসে বি.এসসি পাশ ও ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স / নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে প্রথম শ্রেণির এম.এসসি পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ৩৷ কেমিস্ট্রি নিয়ে প্রথম শ্রেণির এম.এসসি পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ১৷ কমপক্ষে ৫০% নম্বর সহ ইংরেজি বিষয়ে এম.এ পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ১৷ কমপক্ষে ৫০% নম্বর সহ ইতিহাস বিষয়ে এম.এ পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ১৷ কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেক্ট্রিক্যাল বিষয়ে বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ২৷ কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ শূন্যপদ ২৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই (১০ থেকে ২০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট  করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের এসএসবি ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে৷ নির্বাচিত প্রার্থীদের ২২ সপ্তাহের ট্রেনিং হবে ন্যাভাল অ্যাকাডেমি এঝিমালায়৷ ট্রেনিং শেষে সাব-লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :