Advt. No.A-12023/2/2020-Admn.-II
Applications are invited by the Director, The National Institute of Health and Family Welfare from the citizens of India for the following Group ‘C’, MTS and erstwhile Group ‘D’ posts:
Post: Pharmacist, Receptionist, Stenographer Grade III, Assistant Store Keeper, Copy Holder, Feeder, Laboratory attendant, Animal Attendant, Multi Tasking Staff.
Eligibility: (i) Pharmacist : (A) Essential:1. Diploma in Pharmacy of a recognized University or equivalent.2. Should be registered with Pharmacy Council of India. (B) Desirable:Degree in Pharmacy from a recognized University or equivalent.
(ii) Receptionist : (A) Essential: 1. Matric/Higher Secondary or equivalent.2. Certificate as EPABX Telephone Operator/sufficient experience to handle EPABX junction boards. (B) Desirable:Bachelor’s degree in Arts/Science.
(iii) Stenographer Grade III : Essential: i. Matric or its equivalent. ii. Speed in shorthand 80 w.p.m. iii.Speed in typewriting 40 w.p.m.
(iv) Assistant Store Keeper : Essential: 1. Matriculation or equivalent.2. Experience in dealing or assisting in the processing of cases for procurement of stores; checking and processing of bills, issue and receipt of stores.
(v) Copy Holder : (A) Essential: 1. Higher Secondary or equivalent.2. Two years experience as Copy Holder in an Organization of repute. (B) Desirable:Knowledge of Hindi.
(vi) Feeder : Essential:1. Matriculation or equivalent.2. Two years experience in the operation of Automatic/Semi automatic Offset Printing Machines in a Press of repute.
(vii) Laboratory attendant : Essential: For Departmental Candidates: 1. Middle pass 2. Peon/animal attendants working in the departments at the institute may also be considered on the special recommendations of the respective head of the department.
For Direct recruitment: Matriculation or its equivalent with science subjects, from a recognized Board/University.
(viii) Animal Attendant :(A) Essential:Primary Pass. (B) Desirable:Primary pass experience in holding laboratory animals.
(ix) Multi Tasking Staff : Essential: Passed Secondary/Matriculation examination from a recognized Central/State Board.
Age (As on 01.07.2021): (i)Pharmacist : 18-25 Yrs.
(ii) Receptionist : 18-30 Yrs.
(iii) Stenographer Grade III : 18-30 Yrs.
(iv) Assistant Store Keeper : 18-30 Yrs.
(v) Copy Holder : 18-30 Yrs.
(vi) Feeder : 18-30 Yrs.
(vii) Laboratory attendant : 18-30 Yrs.
(viii) Animal Attendant : 18-30 Yrs.
(ix) Multi Tasking Staff : 18-30 Yrs.
Total Vacancy: 20
(i)Pharmacist : 1 (U.R).
(ii) Receptionist : 1 (U.R).
(iii) Stenographer Grade III : 9 (U.R-1, U.R-1 (OH)*, S.C-2, S.T-1, OBC-3, EWS-1).
(iv) Assistant Store Keeper : 1 (U.R).
(v) Copy Holder : 1 (U.R).
(vi) Feeder : 1 (U.R).
(vii) Laboratory attendant : 1 (U.R).
(viii) Animal Attendant : 1 (U.R).
(ix) Multi Tasking Staff : 4 (U.R-1 (OH)*, S.C-1, S.T-1, OBC-1, EWS-1).
Salary: Post Wise Different.
Application closing date: 26 February, 2021.
Website: www.nihfw.org
………………………………………………………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে স্ট্যেনা গ্রেড থ্রি, মাল্টি টাস্কিং স্টাফ, ফার্মাসিস্ট, রিসেপশনিস্ট, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, কপি হোল্ডার, ফিডার, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, অ্যানিম্যাল অ্যাটেন্ড্যান্ট পদে ২০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৬ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) স্টেনো গ্রেড থ্রি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৯ (জেনাঃ ১, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী৷
(২) মাল্টি টাস্কিং স্টাফ: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: লেভেল ১ অনুযায়ী৷
(৩) ফার্মাসিস্ট: ফার্মাসিতে ডিপ্লোমা পাশ হতে হবে ও ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকতে হবে৷ ফার্মাসিতে ডিগ্রি পাস হলে ভালো হয়৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ১৮-২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী৷
(৪) রিসেপশনিস্ট: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ ইপিএবিএক্স টেলিফোন অপারেটরের সার্টিফিকেট বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী৷
(৫) অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ৷ স্টোরের বিল প্রসেসিং ও চেকিং সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী৷
(৬) কপি হোল্ডার: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ৷ কপি হোল্ডারের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী৷
(৭) ফিডার: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ৷ অটোমেটিক / সেমি অটোমেটিক অফসেট প্রিন্টিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী৷
(৮) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট: বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল ১ অনুযায়ী৷
(৯) অ্যানিম্যাল অ্যাটেন্ড্যান্ট: প্রাথমিক স্তর পর্যন্ত পড়াশোনা করার পাশ সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল ১ অনুযায়ী৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.nihfw.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমেDirector, The National Institute of Health and Family Welfare, New Delhi payable at New Delhi-এর অনুকূলে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে— To The Deputy Director (Admn.), National Institute of Health and Family Welfare, Baba Gang Nath Marg, Munirka, New Delhi – 110067৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Click Here To Download The Official Notification : Get Details