Advertisement No.-1/2020
Application for the posts of Assistant Professor in State Aided Degree Colleges of West Bengal.
Post :Assistant Professor.
Eligibility :Must have passed Master Degree in the relevant subject with at least 50% marks and NET / Slate / SET exam.
Age (As on 01.01.2020) :40 years.
Online application closing date :15/02/2021
Website : www.wbcsconline.in
………………………………………………………………………………………………………….
রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে আর্টস, কমার্স, হিউম্যানিটিজ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, ল, লাইব্রেরি সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, মিউজিক, পারফর্মিং আর্টস, ভিস্যুয়াল আর্টস ও অন্যান্য ভারতীয় আর্ট (যেমন স্কাল্পচার) বিষয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা :- কমপক্ষে ৫০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ও নেট/স্লেট/সেট পরীক্ষায় পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করে থাকতে হবে৷ তপশিলি সম্প্রদায়, ওবিসি-এনসিএল ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতায় ৫০% নম্বরের ছাড় পাবেন৷ ১৯ সেপ্ঢেম্বর, ১৯৯১-এর অগে পিএইচ.ডি পাশ প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতায় ৫০% নম্বরের ছাড় পাবেন৷ ১১ জুলাই, ২০০৯-এর আগে সংশ্লিষ্ট বিষয়ে যাদের পিএইচ.ডি ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে নেট/স্লেট/সেট পাশ করা বাধ্যতামূলক নয়৷
বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৪০ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ/তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ বেতন : পে লেভেন ১০ অনুযায়ী ৫৭,৭০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbcsconline.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২,০০০ টাকা (তঃজাঃ/তঃউঃজাঃ/ওবিসি/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১,০০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Click Here To Download The Official Notification : Get Details