Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

The West Bengal Engineering Service-34 Assistant Engineer /পি.এস.সি’এর মাধ্যমে পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ৩৪ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার

Advertisement No.21/2020

Online applications are hereby invited from Indian Citizens and others declared eligible by Government of India for recruitment to the under mentioned post which is temporary but likely to be permanent.

Post : Assistant Engineer (Electrical)

Eligibility : Degree in Electrical Engineering from a recognized University or equivalent qualifications.

Age (As on 01.01.2020) :Not more than 36 years.

Total Vacancy : 34 (U.P – 20, S.C-7, S.T-2, OBC-A-3, OBC-B-2).

Salary : Rs.15, 600/- – Rs.42, 000/- (P.B. – 4A) plus Grade Pay of Rs. 5, 400/-(unrevised).

Online application closing date : 01.02.2021.

Website : https://wbpsc.gov.in

……………………………………………………………………………………………………………

রাজ্য সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল)’ পদে ৩৪ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষার প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ ক্যাডে দক্ষতা থাকতে হবে৷

বয়স : ১ জানুয়ারি, ২০২০-এর হিসেবে ৩৬ বছরের মধ্যে (রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর,তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা৫বছর বয়সের ছাড় পাবেন)৷শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ শূন্যপদ:৩৪(জেনাঃ২০,তঃজাঃ৭, তঃউঃজাঃ২, ওবিসি-এ৩, ওবিসি-বি২)৷

বেতনক্রম: মূলবেতন ১৫,৬০০ টাকা থেকে ৪২,০০০ টাকা, গ্রেড পে ৫,৪০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://wbpsc.gov.inওয়েবসাইটে৷ প্রার্থীর অবশ্যই একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২১০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Click Here To Download The Official Notification: Get Details

Share it :