Notification no. APPRENTICE: 01/21
Braithwaite Burn & Jessop Construction Company Ltd, Kolkata is inviting applications for recruitment to the post of Trade Apprentices.
Posts: Mechanic (Machine Tool Maintenance), Computer and Programming Assistant, Mechanic.
Total vacancy: 8
Eligibility: ITI in relevant trades
Age limit:18 to 30 years as on 31.08.2021
Training period: 1 year in Kolkata
Stipend: Mechanic (Machine Tool Maintenance) & Electrician – Rs. 7700, Computer and Programming Assistant- Rs. 7000.
Last date of online application: 21 September, 2021
…………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা দ্য ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, কলকাতা মেকানিক (মেশিন টুল মেইনটেন্যান্স), কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান ট্রেডে ৮ জনকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে৷ ট্রেনিং হবে কলকাতায়৷ যোগ্যতা : সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স : ৩১ আগস্ট, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ সেপ্ঢেম্বর, ২০২১-এর মধ্যে৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ : (১) মেকানিক (মেশিন টুল মেইনটেন্যান্স) : ৩৷ (২) কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট : ৩৷ (৩) ইলেকট্রিশিয়ান : ২৷
সরকারি নিয়মানুযায়ী তপশিলি সম্প্রদায়ভুক্ত / শারীরিকভাবে প্রতিবন্ধী / ওবিসি / আর্ধিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য পদ সংরক্ষিত রয়েছে৷
স্টাইপেন্ড : ১ বছরের অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং পিরিয়ডে মেকানিক (মেশিন টুল মেইনটেন্যান্স) ও ইলেকট্রিশিয়ান অ্যাপ্রেন্টিস প্রার্থীরা প্রতি মাসে ৭৭০০ টাকা এবং কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রেন্টিস প্রার্থীরা প্রতি মাসে ৭০০০ টাকা স্টাইপেন্ড পাবে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টল www.apprenticeshipindia.org-এর মাধ্যমে৷ দরখাস্ত করার আগে প্রার্থীকে https://apprenttceshipindia.org/candidate-registration-এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করার পরে সাবমিট করে এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট www.bbjconst.com ৷
Official website: www.bbjconst.com
Official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/BJJ-Apprenticeship-Advertisement-2021-22.pdf