Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

UPSC COMBINED GEO-SCIENTIST EXAM, 2023 NOTIFICATION / ২৮৫ জিয়োলজিস্ট, জিয়োফিজিসিস্ট, কেমিস্ট, সায়েন্টিস্ট-বি  

Union Public Service Commission (UPSC) is going to organize Combined Geo-Scientist Exam 2023 for the following posts in Geological Survey of India (Ministry of Mines) and Central Ground Water Board (Ministry of Water Resources).

Post:  Geologist, Group A; Geophysicist, Group A; Chemist. Group A; Scientist ‘B’ (Hydrogeology) Group ‘A’; Scientist ‘B’(Chemical ) Group ‘A’; Scientist ‘B’(Geophysics) Group ‘A’.

Total vacancy: 285

Geologist, Group A : 216

Geophysicist, Group A : 21

Chemist. Group A : 19

Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ – 26

Scientist ‘B’(Chemical ) Group ‘A’ – 1

Scientist ‘B’(Geophysics) Group ‘A’ – 2

Eligibility:

Geologist, Group A – PG (relevant discipline)

Geophysicist, Group A – M.Sc. (relevant discipline)

Chemist. Group A – M. Sc. in Chemistry or Applied Chemistry or Analytical Chemistry

Scientist ‘B’ (Hydrogeology), Group ‘A’ – PG (relevant discipline)

Scientist ‘B’ (Chemical) Group ‘A’ – M. Sc. in Chemistry or Applied Chemistry or Analytical Chemistry

Scientist ‘B’ (Geophysics) Group ‘A’ – M.Sc. (relevant discipline)

Age Limit: 21 to 32 years as on 1st January, 2023.

Application Fee: Rs. 200 (Female/SC/ST/PwBD candidates are exempted)

Last Date Online Application: 11/10/2022 till 6 pm

Preliminary exam date: 19/02/2023

…………………………………

 ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত কম্বাইন্ড জিয়ো-সায়েন্টিস্ট এগজামিনেশন, ২০২৩-এর মাধ্যমে খনি মন্ত্রকের অধীনস্থ জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও জলসম্পদ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে ২৮৫ জন জিয়োলজিস্ট, জিয়োফিজিসিস্ট, কেমিস্ট, সায়েন্টিস্ট-বি নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে অর্থৎ জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯১ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা :  (ক) জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া: (১) জিয়োলজিস্ট, গ্রুপ-এ: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিয়োলজিক্যাল সায়েন্স / জিয়োলজি / অ্যাপ্লায়েড জিয়োলজি / জিয়ো-এক্সপ্লোরেশন / মিনারেল এক্সপ্লোরেশন / ইঞ্জিনিয়ারিং জিয়োলজি / মেরিন জিয়োলজি / আর্থ সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট / ওশনোগ্রাফি অ্যান্ড কোস্টাল এরিয়া স্টাডিস / পেট্রোলিয়াম জিয়োসায়েন্সেস / জিয়োকেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি (পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা) পাশ হতে হবে৷ শূন্যপদ: ২১৬৷

(২) জিয়োফিজিসিস্ট, গ্রুপ-এ: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স / জিয়োফিজিক্স / অ্যাপ্লায়েড জিয়োফিজিক্স / মেরিন জিয়োফিজিক্সে এমএসসি পাশ বা এক্সপ্লোরেশন জিয়োফিজিক্সে ইন্টিগ্রেটেড এমএসসি পাশ বা অ্যাপ্লায়েড জিয়োফিজিক্সে এমএসসি (টেকনোলজি) পাশ হতে হবে৷ শূন্যপদ: ২১৷

(৩) কেমিস্ট, গ্রুপ-এ: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এমএসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৯৷

(খ) সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড: (১) সায়েন্টিস্ট ‘বি’ (হাইড্রোলজি), গ্রুপ-এ: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিয়োলজি / অ্যাপ্লায়েড জিয়োলজি / মেরিন জিয়োলজি / হাইড্রোজিয়োলজিতে মাস্টার ডিগ্রি (পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা) পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৬৷

(২) সায়েন্টিস্ট-বি (কেমিক্যাল), গ্রুপ-এ: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এমএসসি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷

(৩) সায়েন্টিস্ট-বি (জিয়োফিজিক্স), গ্রুপ-এ: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স / জিয়োফিজিক্স / অ্যাপ্লায়েড জিয়োফিজিক্স / মেরিন জিয়োফিজিক্সে এমএসসি পাশ বা এক্সপ্লোরেশন জিয়োফিজিক্সে ইন্টিগ্রেটেড এমএসসি পাশ বা অ্যাপ্লায়েড জিয়োফিজিক্সে এমএসসি (টেকনোলজি) পাশ হতে হবে৷ শূন্যপদ : ২৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.upsconline.nic.in ওয়েবসাইটে৷  এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা রঙিন পাসপোর্ট ছবি আপলোড করতে হবে৷  দরখাস্ত ফি ২০০ টাকা অনলাইনে ১১ অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে বা অফলাইনে ১০ অক্টোবর, ২০২২-এর মধ্যে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দুই ভাগে- প্রিলিমিনারি ও মেইন৷ প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৯ ফেব্রুয়ারি, ২০২৩৷ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা প্রার্থীদের মেইন পরীক্ষা হবে ২৪ ও ২৫ জুন, ২০২৩৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইটে৷

Official Websitehttps://upsconline.nic.in/

Official NotificationClick Here

Apply OnlineClick Here

Share it :