Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

UPSC ENGINEERING SERVICES EXAMINATION, 2026 NOTIFIACATION IS OUT

Examination Notice No. 02/2026-ENGG.

Union Public Service Commission invite online applications for the ‘Engineering Service Examination, 2026’.

Post: Engineers.

Eligibility:  passed a degree / diploma in engineering discipline.

Age: 21 to 30 years (as on 01/01/2026).

Last Date of Online Application: 16h October, 2025 till 6 pm.

……………………………………………….

কেন্দ্রীয় সরকারে ৪৭৪ ইঞ্জিনিয়ার

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারত সরকারের বিভিন্ন দপ্তরে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪৭৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে ‘ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশন, ২০২৬’ পরীক্ষার মাধ্যমে৷ আবেদন করতে হবে অনলাইনে ১৬ অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে৷ দ্য ইনস্টিটিউশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)/ দ্য ইনস্টিটিউশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও ইঞ্জিনিয়ার্স অথবা লন্ডন থেকে গ্র্যাজুয়েট মেম্বারশিপ এক্সামিনেশন পাশ হতে হবে৷ 

বয়স : ১ জানুয়ারি, ২০২৬-এর হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০৫-এর মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷

সফল প্রার্থীদের নিয়োগ করা হবে এইসব দপ্তরে: ক্যাটাগরি ১ — সিভিল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ) :(i) সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভির্স৷(ii) সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (রোডস), গ্রুপএ৷ (iii) সার্ভে অফ ইন্ডিয়া, গ্রুপ এ সার্ভিস৷(iv) এইই (সিভিল) ইন বর্ডার রোডস ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রুপ এ৷(v) এইই (কিউএস্যান্ডসি) ইন এমইএস সার্ভেয়র ক্যাডার৷(vi) সেন্ট্রাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রুপ এ৷ (vii) ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস (viii) ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (সিভিল)৷(ix) ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (স্টোরস) – সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টস৷

ক্যাটাগরি ২ -মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ / বি):(i) এইই ইন জিএসআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রুপ এ৷(ii)  ইন্ডিয়ান ন্যাভাল মেটিরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট)৷ (iii) ডিফেন্স অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সার্ভিস /এসএসও-টু (মেকানিক্যাল)৷ (iv) এইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড মেটিরিয়াল) ইন বর্ডার রোডস ইঞ্জিনিয়ারিং সার্ভিস (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট)৷(v) ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস৷(vi) ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (মেকানিক্যাল)৷(vii) ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (স্টোরস) —- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট৷(viii) ইন্ডিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সার্ভিস / অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-১ (আইইডিএস) –  মেকানিক্যাল ট্রেড৷ (ix) ইন্ডিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সার্ভিস / অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-২ (আইইডিএস) –  মেকানিক্যাল ট্রেড৷(x) এইই গ্রুপ এ (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট) ইন কর্পস অফ ইএমই, মিনিস্ট্রি অফ ডিফেন্স৷

ক্যাটাগরি ৩ — ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ / বি) :(i) সেন্ট্রাল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট)৷(ii) ইন্ডিয়ান ন্যাভাল মেটিরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট)৷(iii) সেন্ট্রাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং সার্ভিস (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট), গ্রুপ এ৷(iv) ডিফেন্স অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স  সার্ভিস / এসএসও – টু (ইলেকট্রিক্যাল)৷(v) ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস৷(vi) ইন্ডিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সার্ভিস / অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-১ (আইইডিএস) –  ইলেকট্রিক্যাল ট্রেড৷ (vii) ইন্ডিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সার্ভিস / অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-২ (আইইডিএস) –  ইলেকট্রিক্যাল ট্রেড৷(viii) ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (ইলেকট্রিক্যাল)৷(ix) ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (স্টোরস) —- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট৷(x) এইই গ্রুপ এ (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট) ইন কর্পস অফ ইএমই, মিনিস্ট্রি অফ ডিফেন্স৷

ক্যাটাগরি ৪ — ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ / বি)  (i) ইন্ডিয়ান রেডিয়ো রেগুলেটরি সার্ভিস গ্রুপ ‘এ’৷(ii) ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন সার্ভিস গ্রুপ ‘এ’৷(iii)  ইন্ডিয়ান ন্যাভাল  মেটিরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং পোস্ট)৷(iv) ডিফেন্স অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স  সার্ভিস / এসএসও – টু (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং)৷(v) ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস৷ (vi) জুনিয়র টেলিকম অফিসার গ্রুপ বি৷(vii) ইন্ডিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সার্ভিস / অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-১ (আইইডিএস) –  ইলেকট্রনিক্স ট্রেড৷ (viii) ইন্ডিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সার্ভিস / অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-২ (আইইডিএস) –   ইলেকট্রনিক্স ট্রেড৷(ix) ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন)৷(x) ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (স্টোরস) — সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পোস্ট৷(xi) এইই গ্রুপ এ (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পোস্ট) ইন কর্পস অফ ইএমই, মিনিস্ট্রি অফ ডিফেন্স৷

আবেদন করার পদ্ধতি :  দরখাস্ত করতে হবে অনলাইনে www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়াগায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই ২০ কেবি থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তে প্রার্থীর যাবতীয় তথ্য মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র অনুযায়ী দিতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা জমা দিতে হবে এসবিআই-এর নেট ব্যাঙ্কিং ফেসিলিটির মাধ্যমে অনলাইনে৷ মহিলা / তঃজাঃ / তঃউঃজাঃ/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি, মেইন ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে৷ অবজেকটিভ টাইপ প্রিলিমিনারি টেস্ট হবে দু’টি পেপারে পেপার-ওয়ান- জেনারেল স্টাডিজ অ্যান্ড ইনিঞ্জিনিয়ারিং অ্যাপ্ঢিটিউড বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা হবে, সময় ২ ঘণ্টা৷ পেপার-টু সংশ্লিষ্ট শাখায় ৩০০ নম্বরের পরীক্ষা হবে, সময় ৩ ঘণ্টা৷ মেইন পরীক্ষা হবে দুটি পেপারে৷ সংশ্লিষ্ট বিষয়ের উপর দুটি পেপারেই প্রশ্ণ হবে ৩০০ নম্বরের৷ সময় ৩ঘণ্টা করে মোট ৬ ঘণ্টা৷ প্রশ্ণ হবে কনভেনশনাল টাইপের৷ পরীক্ষা হবে দেশের বিভিন্ন শহরে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র হল কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official website: https://www.upsc.gov.in/

Official Notification: Click Here

Share it :

Leave a Reply