EXAMINATION NOTICE NO.03/2023-NDA-I
Union Public Service Commission has released notification for National Defence Academy (151st Course) and Naval Academy (113th Course) Examination (I), 2023. Courses will be commenced from 2nd January, 2024.
Post: Officers
Total Vacancy: 395. (a) National Defence Academy- Army- 208 (including 10 female candidates), Navy- 42 (including 3 female candidates), Air Force- Flying: 92 (including 2 female candidates), General Duties (Tech): 18 (including 2 female candidates), General Duties (Non-Tech): 10 (including 2 female candidates), (b) Naval Academy (10+2 Cadet Entry Scheme)- 25 (Only males)
Eligibility: For Army Wing of National Defence Academy :—12th Class pass of the 10+2 pattern of School Education or equivalent examination conducted by a State Education Board or a University.
Air Force and Naval Wings of National Defence Academy and for the 10+2 Cadet Entry Scheme at the Indian Naval Academy :— 12th Class pass with Physics, Chemistry and Mathematics of the 10+2 pattern of School Education or equivalent conducted by a State Education Board or a University.
Candidates who are appearing in the 12th Class under the 10+2 pattern of School Education or equivalent examination can also apply for this examination.
Age limit: Only unmarried male/female candidates born not earlier than 02nd July, 2004 and not later than 1st July, 2007 are eligible.
Stipend: Rs 56,100
Initial Pay Scale (after successful training period): Rs. 56,100 – Rs. 1,77,500
Application Fee: Rs. 100 (SC/ST /Female candidates are exempted)
Last Date of Online Application: 10/1/2023 till 6:00 pm
…………………..
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এগজামিনেশন (I), ২০২৩ পরীক্ষার মাধ্যমে ৩৯৫ জন অবিবাহিত ছেলেমেয়েদের নির্বাচিত করে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ১৫১ তম কোর্স ও ন্যাভাল অ্যাকাডেমিতে ১১৩ তম কোর্সের মাধ্যমে ট্রেনিং দিয়ে ইন্ডিয়ান আর্মি, নেভি ও এয়ারফোর্সে অফিসার পদে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬ টা-র মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির আর্মি শাখার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এয়ারফোর্স ও নেভি শাখা এবং ন্যাভাল অ্যাকাডেমির (১+২ ক্যাডেট এন্ট্রি স্কিম) জন্য ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলা প্রার্থীরা শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০৪ থেকে ১ জুলাই, ২০০৭ তারিখের মধ্যে৷ শূন্যপদ: (ক) ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি: ৩৭০৷ আর্মি – ২০৮ (মহিলা ১০), নেভি – ৪২ (মহিলা ৩), এয়ারফোর্স – ১২০ [(i) ফ্লাইং – ৯২ (মহিলা ২),(ii) গ্রাউন্ড ডিউটি (টেক) – ১৮ (মহিলা ২),(iii) গ্রাউন্ড ডিউটি (নন টেক) – ১০ (মহিলা ]৷ (খ) ন্যাভাল অ্যাকাডেমি (১+২ ক্যাডেট এন্ট্রি স্কিম): ২৫ (কেবলমাত্র পুরুষ)৷ স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে ৫৬,১০০ টাকা৷ বেতনক্রম: সফলভাবে ট্রেনিং শেষে মূল বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
শারীরিক মাপজোক: আর্মির জন্য উচ্চতা হতে হবে পুরুষদের বেলায় কমপক্ষে ১৫৭ সেমি ও মহিলাদের বেলায় কমপক্ষে ১৫২ সেমি৷ এয়ারফোর্সে ফ্লাইং ব্রাঞ্চের জন্য উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬২.৫ সেমি৷ এয়ারফোর্সে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের জন্য কমপক্ষে উচ্চতা হতে হবে ছেলেদের বেলায় ১৫৭.৫ সেমি ও মেয়েদের বেলায় ১৫২ সেমি৷ নেভির জন্য কমপক্ষে উচ্চতা হতে হবে ছেলেদের ১৫৭ সেমি ও মেয়েদের ১৫২ সেমি৷ সব পদের বেলায় গোর্খা, নেপালি এবং উত্তরপূর্ব ভারত, গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চলের অধিবাসীরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন৷ এয়ারফোর্সে ফ্লাইং ব্রাঞ্চের জন্য পায়ের দৈর্ঘ্য ৯৯ সেমি থেকে ১২০ সেমি, থাই-এর দৈর্ঘ্য ৬৪ সেমির মধ্যে ও বসে থাকা অবস্থায় উচ্চতা ৮১.৫ সেমি থেকে ৯৬ সেমি হতে হবে ৷ এয়ারফোর্সের জন্য বুকের ছাতির মাপ কমপক্ষে ৭৭ সেমি ও কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে৷ নেভির ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া এক চোখে ৬/৬, অন্য চোখে ৬/৯ ও চশমাসহ দুই চোখে ৬/৬৷ এয়ারফোর্সের ফ্লাইং ব্রাঞ্চের জন্য দৃষ্টিশক্তি হতে হবে এক চোখে ৬/৬, অন্য চোখে ৬/৯, যাদের হাইপারমেট্রোপিয়া আছে তাদের জন্য ৬/৬ পর্যন্ত সংশোধনযোগ্য৷ এয়ারফোর্সের গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের জন্য দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দুই চোখে ৬/৩৬, চশমা-সহ দুই চোখে ৬/৬৷ উল্লখিত সব পদের বেলায় সুসামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে http://upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ছবি ও সই জেপিজি ফরম্যাটে ২০ কেবি থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে এবং সচিত্র পরিচয়পত্র পিডিএফ ফরম্যাটে ২০ কেবি থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের (ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট) মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে ১৬ এপ্রিল, ২০২৩৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল কলকাতা ও শিলিগুড়ি৷ সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে নির্বাচিত প্রার্থীদের ৩ বছরের প্রাথমিক ট্রেনিং দেওয়া হবে৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে আর্মি ক্যাডেটরা বিএসসি / বিএসসি (কম্পিউটার) / বিএ ডিগ্রি, ন্যাভাল ক্যাডেটরা বিটেক ডিগ্রি ও এয়ারফোর্স ক্যাডেটরা বি.টেক ডিগ্রি / বিএসসি / বি.এসসি (কম্পিউটার) ডিগ্রি পাবে৷ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে পাশের পর আর্মি ক্যাডেটরা দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ১ বছর, ন্যাভাল ক্যাডেটরা এঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ১ বছর, এয়ারফোর্স ফ্লাইং ব্রাঞ্চ ক্যাডেটরা হায়দরাবাদের এয়ার ফোর্স অ্যাকাডেমিতে দেড় বছর, এয়ারফোর্সের গ্রাউন্ড ডিউটি-নন টেক ক্যাডেটরা হায়দরাবাদের এয়ার ফোর্স অ্যাকাডেমিতে ৬ মাসের ও এয়ারফোর্সের গ্রাউন্ড ডিউটি-টেক ক্যাডেটরা বেঙ্গালুরুর এয়ারফোর্স টেকনিক্যাল কলেজে ৬ মাসের প্রশিক্ষণ পাবেন৷ সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষে ন্যাভাল অ্যাকাডেমিতে নির্বাচিত প্রার্থীদের ৪ বছরের প্রাথমিক ট্রেনিং দেওয়া হবে ও বিটেক ডিগ্রি প্রদান করা হবে৷ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ১৫১ তম কোর্স ও ন্যাভাল অ্যাকাডেমিতে ১১৩ তম কোর্স শুরু হবে ২ জানুয়ারি, ২০২৪ থেকে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.upsc.gov.in ওয়েবসাইট৷
Official Website: www.upsc.gov.in
Official Notification: Click Here