SPECIAL Advt. No. 52/2025
UPSC invites online applications for the following posts.
Post: Enforcement Officer / Accounts officer, Assistant Provident Fund Commissioner.
Total vacancy: 230. Enforcement Officer / Accounts officer: 156, Assistant Provident Fund Commissioner: 74.
Eligibility: Graduate
Age: Post-wise different
Pay Scale: Post-wise different
Application Fee: Rs. 25
Last Date of Online Application: 18th August, 2025.
,,,,,,,……………………………………..,,,,,,,,,,,,,,,,,
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২৩০ অফিসার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে এনফোর্সমেন্ট অফিসার / অ্যাকাউন্ট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার পদে ২৩০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে ৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ জুলাই, ২০২৫ দুপুর ১২টা থেকে ১৮ আগস্ট, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে http://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ২৫ টাকা (একটি পদের জন্য) বা ৫০ টাকা (দু’টি পদের জন্য) অনলাইনে / অফলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোন ফি লাগবে না৷
Official Website: www.upsconline.nic.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০ /৭ /২০২৫)।