Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

UPSC RECRUITS 187 STAFFS IN VARIOURS DEPARTMENTS / কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ১৮৭ কর্মী

Advt. No. 19/2021

Union Public Service Commission invites online applications for the following posts.

Post: Assistant Commissioner, Assistant Engineer, JTS Grade of Central Labour Service, Administrative Officer, Assistant Professor

Total vacancy: 187.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application: 13 January, 2022.

……………………………………………………

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র টাইম স্কেল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১৮৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৩ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ক্রপস): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান এগ্রিকালচারাল ইকোনমিক্স / এগ্রিকালচারাল এক্সটেনসনস / অ্যাগ্রোনমি / এন্টোমোলজি / নেমাটোলজি / ডেনেটিক্স  অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং / এগ্রিকালচার বটানি / প্ল্যান্ট বায়োটেকনোলজি / প্ল্যান্ট প্যাথোলজি / প্ল্যান্ট ফিজিয়োলজি / সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি / সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ মাস্টার ডিগ্রি পাশ প্রার্থীদের ৩ বছর ও ব্যাচেলর ডিগ্রি পাশ প্রার্থীদের ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৪০বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ১১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগে৷

(২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কোয়ালিটি অ্যাস্যুরেন্স (আর্মামেন্ট – অ্যাম্যুনিশন): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স / ইনর্গানিক কেমিস্ট্রি / অর্গ্যানিক কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা মেকানিক্যাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৯ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ডিফেন্স প্রোডাকশন বিভাগে৷

(৩) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কোয়ালিটি অ্যাস্যুরেন্স (ইলেকট্রনিক্স): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স / ইলেকট্রনিক্স / ফিজিক্স সহ ইলেকট্রনিক্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৪ (জেনাঃ ৩৬, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৬, ওবিসি ২০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ডিফেন্স প্রোডাকশন বিভাগে৷

(৪) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কোয়ালিটি অ্যাস্যুরেন্স (জেনটেক্স): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স / অর্গানিক কেমিস্ট্রি / ইনর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা মেকানিক্যাল / মেটালার্জি/ টেক্সটাইল অ্যান্ড ক্লোথিং / টেক্সটাইল টেকনোলজি / প্লাস্টিক টেকনোলজি / পলিমার টেকনোলজি / সেরামিক টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৪ (জেনাঃ ২৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ডিফেন্স প্রোডাকশন বিভাগে৷

(৫) জুনিয়র টাইম স্কেল গ্রেড অফ সেনট্রাল লেবার সার্ভিস: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত যে কোনো বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে — সোশ্যাল ওয়ার্ক / লেবার ওয়েলফেয়ার / ইন্ডাস্টিয়াল রিলেশন / পার্সোনেল ম্যানেজমেন্ট / লেবার ল৷ আইন বিষয়ে ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে শ্রম ও রোজগার মন্ত্রকে৷

(৬) অ্যাডমিনিস্টেটিভ অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়৷

(৭) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (আয়ুর্বেদ, রচনা শরীর): কোনো স্বীকৃত আইন বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদ মেডিসিনে ব্যাচেলর ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে৷

(৮) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (আয়ুর্বেদ, মৌলিক সিদ্ধান্তইভম এবং সংহিতা): কোনো স্বীকৃত আইন বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদ মেডিসিনে ব্যাচেলর ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷সংস্কৃত ভাষায় বলতে ও লিখতে জানলে ভালো হয়৷ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে৷

উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেhttp://www.upsconlie.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২৫ টাকা নগদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় বা অনলাইনে ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবেনা৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.upsc.gov.in/whats-new/19%20-%202021

Get detailsClick Here

Share it :