Advt. No. 10/2025
UPSC invites online applications for the following post.
Post: Assistant Director.
Total vacancy: 41 (UR: 20, SC: 6, ST: 3, OBC: 12, EWS: 4).
Eligibility: Bachelor degree or Master Degree pass.
Age: within 35 years (as on 15/08/2025).
Pay Scale: as per level-10.
Application Fee: Rs. 25
Last Date of Online Application: 15th August, 2025.
…………………………………………………..
রাজস্ব বিভাগে ৪১ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ রাজস্ব বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সিস্টেম)’ পদে ৪১ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ আগস্ট, ২০২৫ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন / কম্পিউটার সায়েন্স বিষয়ে এম.টেক বা মাস্টার ডিগ্রি পাশ হতে হবে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার টেকনোলজি বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা (খ) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন / কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে বা ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা (গ) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা (ঘ) ডোয়েক এর এ লেভেল ডিপ্লোমা প্রোগ্রাম পাশ বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ আগস্ট, ২০২৫ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনেhttp://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ২৫ টাকা অনলাইনে / অফলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোন ফি লাগবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://upsc.gov.in/whats-new/10%20-%202025
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০ /৭ /২০২৫)।