Advt No. 05/2025
Union Public Service Commission invites online applications for various posts.
Post: Various.
Total vacancy: 96.
Eligibility: poste wise different.
Age-limit: poste wise different.
Pay Scale: poste wise different.
Last Date of Online Application: 29th May, 2025.
………………………………………………………………….
কেন্দ্রীয় সরকারে ৯৬
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে রিসার্চ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিক্যাল আর্কিটেক্ট, ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিক্যাল ইঞ্জিনিয়ার, প্রফেসর, সায়েন্টিফিক অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেডি মেডিক্যাল অফিসার, সায়েন্টিস্ট বি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট মাইনিং ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়র কাম ডেপুটি ডিরেক্টর জেনারেল, ট্রেনিং অফিসার, মেডিক্যাল অফিসার পদে ৯৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ মে, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: নেচারোপ্যাথি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশের পর যোগিক সায়েন্সে সাড়ে ৫ বছরের ডিগ্রি পাশ হতে হবে৷ নেচারোপ্যাথি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা আর্কিটেকচার বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ আর্কিটেক্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ফিজিক্স এ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা প্রথম শ্রেণীর নম্বর-সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ অথবা ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬ এর থার্ড শেডিউল এর পার্ট টু বা ফার্স্ট বা সেকেন্ড শেডিউল অনুযায়ী স্বীকৃত মেডিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে৷ রোটেটিং ইন্টার্নশিপ কমপ্লিট করা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা সাইকোলজি / ক্রিমিনোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ বা সাইকোলজি / ক্রিমিনোলজি বিষয়ে স্পেশালাইজেশন নিয়ে ফরেনিসক সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / কেমিক্যাল / মেরিন / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল / ইনস্ট্রুমেন্টেশন / সিভিল ইঞ্জিনিয়ারিং / আর্কিটেকচার / টেক্সটাইল কেমিস্ট্রি / টেক্সটাইল টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ওর ড্রেসিং / মিনারেল প্রসেসিং / জিয়োলজি / ফিজিক্স / কেমিস্ট্রি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা মিনারেল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেটালার্জি বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে ও কোর মাইনিং ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম.ই / এম.টেক ডিগ্রি পাশ হতে হবে ও কোর মাইনিং ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ভোক ডিগ্রি পাশ বা কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ডিপ্লোমা পাশ বা কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং মেন্টেন্যান্স ট্রেডে ন্যাশনাল ট্রেড / অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাশ হতে হবে৷ অথবা মেকানিক্যাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ভোক ডিগ্রি পাশ বা মেকানিক্যাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ বা ফিটার ট্রেডে ন্যাশনাল ট্রেড / অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ প্রার্থীদের বেলায় ২ বছর বা ডিপ্লোমা পাশ প্রার্থীদের বেলায় ৫ বছর বা ট্রেড সার্টিফিকেট পাশ প্রার্থীদের বেলায় ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মেকানিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ভোক ডিগ্রি পাশ বা মেকানিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ বা প্লাম্বার ট্রেডে ন্যাশনাল ট্রেড / অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাশ হতে হবে৷ অথবা কস্টিউম ডিজাইনিং অ্যান্ড ড্রেস মেকিং / ফ্যাশন ড্রেসিং / ফ্যাশন টেকনোলজি / অ্যাপারেল টেকনোলজি / গার্মেন্ট ফ্যাব্রিকেশন টেকনোলজি বিষয়ে বি.ভোক ডিগ্রি পাশ বা কস্টিউম ডিজাইনিং অ্যান্ড ড্রেস মেকিং / ফ্যাশন ড্রেসিং / ফ্যাশন টেকনোলজি / অ্যাপারেল টেকনোলজি / গার্মেন্ট ফ্যাব্রিকেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ বা সিউয়িং টেকনোলজি ট্রেডে ন্যাশনাল ট্রেড / অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাশ হতে হবে৷ অথবা আয়ুর্বেদ বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সেন্ট্রাল রেজিস্টার অফ ইন্ডিয়ান মেডিসিন বা স্টেট রেজিস্টার অফ ইন্ডিয়ান মেডিসিন-এ নাম নথিভুক্ত থাকতে হবে৷ অথবা ইউনানি বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সেন্ট্রাল রেজিস্টার অফ ইন্ডিয়ান মেডিসিন বা স্টেট রেজিস্টার অফ ইন্ডিয়ান মেডিসিন-এ নাম নথিভুক্ত থাকতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)।
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে http://www.upsconline.nic.in ওয়েবসাইটে ৷ দরখাস্তের ফি ২৫ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন এই দু’টি ওয়েবসাইট www.upsconline.nic.in, www. upsc. gov.in৷
Official Website: https://upsc.gov.in/
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৪/৫/২০২৫)।