Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

UPSC RECRUITS 98 PERSONNEL IN VARIOUS POSTS / কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ৯৮ কর্মী নিয়োগ

Advt. No.  21/2022

Union Public Service Commission invites online applications for the following posts.

Post: Senior Agricultural Engineer, Agricultural Engineer, Assistant Director (Corporate Law), Assistant Chemist, Assistant Hydro geologist, Junior Time Scale (JTS) Grade, Assistant Chemist, Assistant Geologist, Assistant Geophysicist, Lecturer.

Total vacancy: 98.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 2nd December, 2022.

………………………………….

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে সিনিয়র এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, অ্যাসিস্ট্যান্ট হাইড্রোজিয়োলজিস্ট, জুনিয়র টাইম স্কেল গ্রেড, অ্যাসিস্ট্যান্ট জিয়োলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট জিয়োফিজিসিস্ট, লেকচারার পদে ৯৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার:  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৪, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ১১ অনুযায়ী৷ নিয়োগ হবে ফার্ম মেশিনারি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটে৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২০১১৫১২৷

(২) এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার:  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷ নিয়োগ হবে ফার্ম মেশিনারি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটে৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২০১২৫১২৷

(৩) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (কর্পোরেট ল):  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি বা ইন্টিগ্রেটেড ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া থেকে কোম্পানি সেক্রেটারিশিপ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৮ অনুযায়ী৷ নিয়োগ হবে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসে৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১০৩২১২৷

(৪) অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট:  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি / অর্গানিক কেমিস্ট্রি / ফিজিক্যাল কেমিস্ট্রি / ইনর্গ্যানিক কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি / এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৮ অনুযায়ী৷ নিয়োগ হবে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১০৪২১২৷

(৫) অ্যাসিস্ট্যান্ট হাইড্রোজিয়োলজিস্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে জিয়োলজি / অ্যাপ্লায়েড জিয়োলজি / জিয়ো-এক্সপ্লোরেশন / আর্থ সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট / হাইড্রোজিয়োলজি বিষয়ে মাস্টার ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং জিয়োলজিতে এম.টেক পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭০ (জেনাঃ ৩০, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ বেতনক্রম: পে লেভেল ৮ অনুযায়ী৷ নিয়োগ হবে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১০৫২১২৷

(৬) জুনিয়র টাইম স্কেল গ্রেড: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট এবং সোশ্যাল ওয়ার্ক / লেবার ওয়েলফেয়ার / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / পার্সোনেল ম্যানেজমেন্ট / লেবার ল বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৯(জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷ নিয়োগ হবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকে৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১০৬৪১২৷

(৭) অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ বা অ্যাসোসিয়ট ইনস্টিটিউট অফ কেমিস্ট থেকে কেমিস্ট্রিতে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ৮ অনুযায়ী৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১০৭২১২৷

(৮) অ্যাসিস্ট্যান্ট জিয়োলজিস্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে জিয়োলজি / অ্যাপ্লায়েড জিয়োলজি / জিয়ো-এক্সপ্লোরেশন / মিনারেল এক্সপ্লোরেশন / ইঞ্জিনিয়ারিং জিয়োলজি / জিয়ো-কেমিস্ট্রি / মেরিন জিয়োলজি / আর্থ সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট / ওশনোগ্রাফি অ্যান্ড কোস্টাল এরিয়া স্টাডিজ / এনভায়রনমেন্টাল জিয়োলজি / জিয়ো-ইনফরমেটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ৮ অনুযায়ী৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১০৮২১২৷

(৯) অ্যাসিস্ট্যান্ট জিয়োফিজিসিস্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ফিজিক্স / জিয়োফিজিক্স / জিয়োলজি / ম্যাথমেটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ বা ইলেকট্রনিক / কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৮ অনুযায়ী৷ নিয়োগ হবে জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১০৯২১২৷

(১০) অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী১)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷ নিয়োগ হবে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনসের দপ্তরে৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১১০২১২৷

(১১) লেকচারার (এডুকেশন টেকনোলজি / কম্পিউটার এডুকেশন): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং এম.এড / এম.এ (এডুকেশন) পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷ নিয়োগ হবে ডঃ এস রাধাকৃষ্ণান ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১১১৩১২৷

(১২) লেকচারার (ইংলিশ): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং এম.এড / এম.এ (এডুকেশন) পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷ নিয়োগ হবে ডঃ এস রাধাকৃষ্ণান ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১১২৩১২৷

(১৩) লেকচারার (হিন্দি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং এম.এড / এম.এ (এডুকেশন) পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷ নিয়োগ হবে ডঃ এস রাধাকৃষ্ণান ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১১৩৩১২৷

(১৪) লেকচারার (হিউম্যানিটিস): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ জিয়োগ্রাফি / হিস্ট্রি / পলিটিক্যাল সায়েন্স / ইকোনমিক্স / সোশিয়োলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং এম.এড / এম.এ (এডুকেশন) পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷ নিয়োগ হবে ডঃ এস রাধাকৃষ্ণান ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১১৪৩১২৷

(১৫) লেকচারার (ম্যাথমেটিক্স): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ম্যাথমেটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং এম.এড / এম.এ (এডুকেশন) পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷ নিয়োগ হবে ডঃ এস রাধাকৃষ্ণান ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১১৫৩১২৷

(১৬) লেকচারার (ফিলোজফি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ফিলোজফি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং এম.এড / এম.এ (এডুকেশন) পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷ নিয়োগ হবে ডঃ এস রাধাকৃষ্ণান ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১১৬৩১২৷

(১৭) লেকচারার (সায়েন্স): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কেমিস্ট্রি / ফিজিক্স / বটানি / জুলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং এম.এড / এম.এ (এডুকেশন) পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷ নিয়োগ হবে ডঃ এস রাধাকৃষ্ণান ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১১৭৩১২৷

(১৮) লেকচারার (সোশিয়োলজি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সোশিয়োলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং বি.এল.এড / বি.এড / ডি.এল.এড পাশ হতে হবে বা এডুকেশন বিষয়ে এম.ফিল / পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷ নিয়োগ হবে ডঃ এস রাধাকৃষ্ণান ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১১৮৩১২৷

(১৯) লেকচারার (সাইকোলজি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সাইকোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ এবং বি.এল.এড / বি.এড / ডি.এল.এড পাশ হতে হবে বা এডুকেশন বিষয়ে এম.ফিল / পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷ নিয়োগ হবে ডঃ এস রাধাকৃষ্ণান ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ৷ এই পদের ভ্যাকেন্সি নম্বর ২২১১২১১৯৩১২৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে http://www.upsconline.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২৫ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন এই দু’টি ওয়েবসাইট www.upsconline.nic.in, www.upsc.gov.in৷

Official website: https://upsc.gov.in/

Get details: Click Here

Share it :