The Union Public Service Commission will hold the Indian Economic Service / Indian Statistical Service 2024 Exam.
Total vacancy: 48. Indian Economic Service: 18, Indian Statistical Service: 30.
Eligibility: (a) A candidate for the Indian Economic Service must have obtained a Post-Graduate Degree in Economics/Applied Economics/Business Economics/Econometrics. (b) A candidate for the Indian Statistical Service must have obtained a Bachelor’s Degree with Statistics/Mathematical Statistics/Applied Statistics as one of the subject or a Master’s degree in Statistics/Mathematical Statistics/Applied Statistics.
Age: 21 to 30 years old (as on 01/08/2024)
Application Fee: Rs. 200 (Female/SC/ST/PwD candidates are exempted)
Last Date of Online Application: 30/04/2024 till 6 pm.
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে
কেন্দ্রীয় সরকারে ৪৮ অফিসার নিয়োগ
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ‘ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এগজামিনেশন, ২০২৪’ পরীক্ষার মাধ্যমে ৪৮ জন নিয়োগ করা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬টার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: ইকোনমিক্স / অ্যাপ্লায়েড ইকোনমিক্স / বিজনেস ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ প্রার্থীরা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস-এর জন্য আবেদন করতে পারবেন৷ স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিক্স / অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স বিষয়-সহ ব্যাচেলর ডিগ্রি পাশ বা স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিক্স / অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ প্রার্থীরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস-এর জন্য আবেদন করতে পারবেন৷
বয়স: ১ আগস্ট, ২০২৪ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
শূন্যপদ: ৪৮। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস: ৩০, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস: ১৮৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.upsconline.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ২০০ টাকা জমা দিতে হবে অনলাইনে বা অফলাইনে। মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.upsc.gov.in ও www.upsconline.gov.in ওয়েবসাইট।
Official website: http://www.upsc.gov.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭/৪/২০২৪)।