Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Uttar Banga Krishi Viswavidyalaya Recruitment / উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিশিয়ান, হোস্টেল অ্যাটেন্ড্যান্ট ও লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

Advt.no. UBKV/Rect./07/2020

A walk-in-interview will be held at Uttar Banga Krishi Viswavidyalaya, Majhian Campus, Majhian, P.O. Patiram, Dakshin Dinajpur- 733133 on 14 January 2021 for casual engagement in following positions on purely temporary basis for the College of Agiculture, Majhian, Dakshin Dinajpur.

Post: Electrician Cum Pump Operator, Hostel Attendant, Library Assistant.

Eligibility: Post wise Different.

Age (As on 01.07.2020): 40 Years.

Total Vacancy: 5.

Salary: Post wise Different.

Interview Date: 14 January 2021.

Website: https://www.ubkv.ac.in/

…………………………………………………………………………………………………………

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিশিয়ান কাম পাম্প অপারেটর, হোস্টেল অ্যাটেন্ড্যান্ট ও লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন ছেলেময়ে নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিতে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৪ জানুয়ারি, ২০২১ সকাল ১০টায় এই স্থানে -Academic Building, College of Agriculture, Uttar BangaKrishiViswavidyalya, Majhian, P.O. – Patiram, Dist. DakshinDinajpur, Pin- 733133৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) ইলেক্ট্রিশিয়ান কাম পাম্প অপারেটর : মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ বৈধ লাইসেন্স ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ পাম্প অপারেশনে দক্ষতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হলে ভালো হয়৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন : প্রতি মাসে ১১,০০০ টাকা৷

(২) হোস্টেল অ্যাটেন্ড্যান্ট : অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ কোনো হোস্টেলে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ৩৷ এককালীন বেতন : প্রতি মাসে ৯,০০০ টাকা৷

(৩) লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ শূন্যপদ : ১৷ এককালনী বেতন : প্রতি মাসে ১২,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় বয়স হতে হবে ১ জুলাই, ২০২০ অনুযায়ী ৪০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ/তঃউঃজা প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷

আবেদন করার পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা একটি ফুলস্কেপ সাদা কাগজের একদিকে দরখাস্ত করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্র সঙ্গে করে ইন্টারভিউয়ের দিন উপস্থিত হবেন৷ দরখাস্ত করতে হবে The Registrar, Uttar BangaKrishiViswavidyala, P.O.- Pundibari, Dist. Cooch Behar, Pin – 736165৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন https://www.ubkv.ac.in ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details & Get Details

Share it :