Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

VACANCIES IN BON-SARENGA HOSTEL

Advt. No. 12/2025

Office of the Block Development Officer, Simlapal Development Block invite application for the following posts to recruit in Bon-Sarenga Ashram Hostel.

Post: Superintendent, Cook, Helper.

Total vacancy: 3. Superintendent: 1, Cook: 1, Helper: 1.

Eligibility: post wise different.

Age limit: 21 to 40 years (as on 01/01/2025)

Pay Scale:  post wise different.

Last Date for Submit Application: 31st May, 2025.

.

…………………………………………………….

বাঁকুড়ায় সুপারিনটেন্ডেন্ট, কুক, হেল্পার

রাজ্যের বাঁকুড়া জেলার বন-সারেঙ্গা আশ্রম হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট, কুক ও হেল্পার পদে ৩ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ দরখাস্ত নিজে গিয়ে জমা দিতে হবে ৩১ মে, ২০২৫ এর মধ্যে৷

যোগ্যতা: গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে৷অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

 আবেদন  :  দরখাস্ত করতে হবে www.bankura.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷ 

Official Website: https://bankura.gov.in/notice_category/recruitment/

Official Notification: CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৮/৫/২০২৫)

Share it :

Leave a Reply