Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

VACANCIES IN NATIONAL HORTICULTURAL RESEARCH AND DEVELOPMENT FOUNDATION / কেন্দ্রীয় সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Advt. No.  NHRDF/01/2021

National Horticultural Research And Development Foundation is inviting applications for recruitment to several posts.

Post: Director, Senior Technical Officer (Residue Analysis Senior Technical Officer (Plant Physiology), Senior Technical Officer (Microbiology), Senior Technical Officer (Horticulture), Senior Technical Officer (Plant Breeding), Technical Officer (Horticulture), Technical Officer (Seed), Administrative Assistant, Steno Typist, Technical Assistant, Accounts Clerk.

Eligibility: Doctorate, Master Degree, Graduate in relevant subjects, Typing proficiency.

Age limit: Director: Not less than 52 years, Steno Typist & Accounts Clerk: 18-25 years, Others: 22-25 years.

Payscale (Rs.):  Director: 144200-218200, Senior Technical Officer: 35400-112400, Technical Officer: 35400-112400, Administrative Assistant & Steno Typist: 25500-81100, Technical Assistant & Accounts Clerk: 19900-63200.

Application fee: Rs. 1000

Last date for receipt of the application: 3rd October, 2021

……………………….

ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, নিউ দিল্লি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনো টাইপিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস ক্লার্ক, সিনিয়র টেকনিক্যাল অফিসার (রেসিডিউ অ্যানালিসিস), সিনিয়র টেকনিক্যাল অফিসার (প্ল্যান্ট ফিজিওলজি), সিনিয়র টেকনিক্যাল অফিসার (মাইক্রোবায়োলজি), সিনিয়র টেকনিক্যাল অফিসার (হর্টিকালচার),

সিনিয়র টেকনিক্যাল অফিসার (প্ল্যান্ট ব্রিডিং), টেকনিক্যাল অফিসার (হর্টিকালচার), টেকনিক্যাল অফিসার (সিড) ও ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩ অক্টোবর, ২০২১, বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট : যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে৷ ইংরিজি ও হিন্দিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপের সক্ষমতা থাকতে হবে৷ কম্পিউটারে জ্ঞান-সহ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ এমবিএ থাকলে ভালো হয়৷ বয়স : ২২ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(২) স্টেনো টাইপিস্ট : যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ ইংরিজি ও হিন্দিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ শর্টহ্যান্ড ও ৪০টি শব্দ টাইপের সমক্ষমতা থাকতে হবে৷ কম্পিউটারে জ্ঞান-সহ দেড় বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ এমবিএ থাকলে ভালো হয়৷ বয়স : ১৮ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট : এগ্রিকালচার / হর্টিকালচার বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটারে জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স : ২২ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৪) অ্যাকাউন্টস ক্লার্ক : কমার্সে মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েট থাকতে হবে৷ ইংরিজি ও হিন্দিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ কম্পিউটারে জ্ঞান-সহ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ফিন্যান্সে এমবিএ থাকলে ভালো হয়৷ বয়স : ১৮ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৫) সিনিয়র টেকনিক্যাল অফিসার (রেসিডিউ অ্যানালিসিস) : এগ্রিকালচার কেমিস্ট্রি / অর্র্গ্যনিক কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বা সমতুল কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ডক্টরেট ডিগ্রি থাকলে ও কম্পিউটারে দক্ষ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ২২ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৬) সিনিয়র টেকনিক্যাল অফিসার (প্ল্যান্ট ফিজিওলজি) : প্ল্যান্ট ফিজিওলজিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে৷ রিসার্চ / ল্যাবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি থাকলে ও কম্পিউটারে দক্ষ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ২২ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৭) সিনিয়র টেকনিক্যাল অফিসার (মাইক্রোবায়োলজি) : মাইক্রোবায়োলজিতে বা মাইক্রোবায়োলজি স্পেশালাইজেশন সহ প্রাসঙ্গিক কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি থাকলে ও কম্পিউটারে দক্ষ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ২২ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৮) সিনিয়র টেকনিক্যাল অফিসার (হর্টিকালচার) : হর্টিকালচার / ভেজিটেবল সায়েন্স বা সমতুল বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি থাকলে ও কম্পিউটারে দক্ষ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ২২ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৯) সিনিয়র টেকনিক্যাল অফিসার (প্ল্যান্ট ব্রিডিং) : প্ল্যান্ট ব্রিডিং / ভেজিটেবল সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি থাকলে ও কম্পিউটারে দক্ষ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ২২ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১০) টেকনিক্যাল অফিসার (হর্টিকালচার) : হার্টিকালচার / ভেজিটেবল সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে৷  সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও আবেদনের যোগ্য৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি থাকলে ও কম্পিউটারে দক্ষ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ২২ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১১) টেকনিক্যাল অফিসার (সিড) : সিড সায়েন্স / টেকনোলজি বিষয়ে স্পেশালাইজেশন-সহ এগ্রিকালচার বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে৷  সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও আবেদনের যোগ্য৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি থাকলে ও কম্পিউটারে দক্ষ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ২২ থেকে ২৫ বছর৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১২) ডিরেক্টর : এগ্রিকালচার / হর্টিকালচার / ভেজিটেবল সায়েন্স বিষয়ে ডক্টরেট হতে হবে৷ প্রিন্সিপাল  সায়েন্টিস্ট / হেড অফ ডিভিশন / প্রোফেসর পদে ৫ বছর বা বিজ্ঞানী হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছর গবেষণার অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ মার্কেটিং / এইআরডি শাখায় এমবিএ করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ৫২ বছর বা তার বেশি হতে হবে৷ বেতনক্রম : ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : www.kvkdelhi.org ওয়েবসাইটে টেকনিক্যাল পদ (ডিরেক্টর, সিনিয়র টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট) এবং ননটেকনিক্যাল পদের (অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনো টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক) জন্য প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী আবেদন করতে হবে৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক / পোস্ট অফিসের মাধ্যমে ১০০ টাকা দরখাস্ত ফি ডিমান্ড ড্রাফট / ইন্ডিয়ান পোস্টাল অর্ডার করে ‘NATIONAL HORITICULTURE RESEARCH AND DEVELOPMENT FOUNDATION’ payble at New Delhi অনুকূলে পাঠাতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে স্বপ্রত্যয়িত রঙিন ছবি সেঁটে দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে ডিমান্ড ড্রাফট / ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এবং শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, অবিজ্ঞতার প্রমাণপত্র ও আনুষঙ্গিক অন্যান্য নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে খামে ভরে তার ওপর “Application for the post of …………….. and Advertisement No. ……….. লিখে রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় — The Director, National Horticulture Research & Development Foundation, Bagwani Bhawan, Plot No. 47, Pankha Road, Institutional Area, Janakpuri, New Delhi – 110058৷

প্রার্থী বাছাই পদ্ধতি : ইন্টারভিউ / লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.kvkdelhi.org

Official Notification:  https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/national-horticultural-research.pdf

Share it :