Vacancy Notification Ref No. CSL/NEW PROJ/GEN/PROP&APPR/HR/CKSRU/403/2023/237
CSL-Kolkata Ship Repair Unit (CKSRU) invites applications for the following posts.
Post: Outfit Assistant (Fitter), Scaffolder
Total vacancy: 5
Eligibility: SSLC with ITI-NTC
Age: 30 years as on 18 November 2024
Salary: Post-wise different
Application Fee: Rs. 300 (SC/ST/PwBD candidates don’t need to pay application fee).
Last Date of Online Application: 18/11/2024
কলকাতা শিপ রিপেয়ার ইউনিটে কর্মী নিয়োগ
কোচিন শিপইয়ার্ড লিমিটেডের মাধ্যমে কলকাতা শিপ রিপেয়ার ইউনিটে স্কাফোল্ডার ও আউটফিট অ্যাসিস্ট্যান্ট (ফিটার) পদে ৫ জন কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১৮ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১৯ নভেম্বর, ১৯৯৪ বা তার পরবর্তী সময়ে। দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ নভেম্বর, ২০২৪-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্কাফোল্ডার: মাধ্যমিক পাশের পরে শিট মেটাল ওয়ার্কার / ফিটার পাইপ (প্লাম্বার) / ফিটার ট্রেডে আইটিআই (ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট) পাশ হতে হবে, সঙ্গে জেনারেল স্ট্রাকচারাল / স্কাফোল্ডিং / রিগিং ওয়ার্কে ১ বা ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা মাধ্যমিক পাশের পরে জেনারেল স্ট্রাকচারাল / স্কাফোল্ডিং / রিগিং ওয়ার্কে ৩ বছর কাজ / ট্রেনিং করা থাকতে হবে। বাংলা বা হিন্দিতে ভালো কথা বলার ক্ষমতা থাকলে ভালো হয়। শূন্যপদ: ৪। এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ২২,১০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ২২,৮০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ২৩,৪০০ টাকা।
(২) আউটফিট অ্যাসিস্ট্যান্ট (ফিটার): মাধ্যমিক পাশের পরে ফিটার ট্রেডে আইটিআই-ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বাংলা বা হিন্দিতে ভালো কথা বলার ক্ষমতা থাকলে ভালো হয়। শূন্যপদ: ১। এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ২৩,৩০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ২৪,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ২৪,৮০০ টাকা।
আবেদনের পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে www.cochinshipyard.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official Website: https://cochinshipyard.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (০৬/১১/২০২৪)।