Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

VACANT POSTS IN CNCI, KOLKATA

Advt. No. 493

Chittaranjan National Cancer Institute (CNCI), Kolkata invites candidates for the following posts.

Post: Staff Nurse, Asst. Junior Dietician

Total Vacancy: 2

Eligibility: Diploma / Graduate / PG

Salary: Post-wise different

Application Fee: Rs. 590 (Rs. 295 for SC/ST/EWS/PH candidates).

Last Date of Receipt of Application: 4/12/2024

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতালে কর্মী নিয়োগ

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতালে স্টাফ নার্সঅ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডায়েটিশিয়ান পদে ২ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ৪ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা(১) স্টাফ নার্স (স্টোমা কেয়ার): নার্সিং বিষয়ে বিএসসি / এমএসসি পাশের পরে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাশের পরে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। স্টোমা কেয়ার ট্রেনিং-এর ডিপ্লোমা / সার্টিফিকেট বা স্টোমা কেয়ার ওয়ার্কশপে অংশগ্রহণের সার্টিফিকেট থাকলে ভালো হয়। শূন্যপদ: ১৷ বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷

(২) অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডায়েটিশিয়ান: অ্যাপ্লায়েড নিউট্রিশন / ফুড অ্যান্ড নিউট্রিশন / নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স বিষয়ে ফুল টাইম এমএসসি পাশ হতে হবে এবং ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে (এন.এ.বি.এইচ অনুমোদিত হলে অগ্রাধিকার) কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।  শূন্যপদ: ১৷ বেতন: প্রতি মাসে ২৪,০০০ টাকা।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.becil.com ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ৫৯০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ২৯৫ টাকা) “Broadcast Engineering Consultants India Ltd, Noida”-এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের জমা করতে হবে৷

Official Website: www.becil.com

Official Notification: Click Here

Share it :