Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

VIDYASAGAR UNIVERSITY RECRUITS 5 PERSONNEL IN VARIOUS POST / বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ

Advt. No. VU/R/Advt./ 06/2022

Vidyasagar University invites application from the eligible Indian Nationals on the prescribed form available in the University website for the following posts.

Post:  Medical Officer, Audit Officer,  Assistant Professor, Medical Assistant.

Total vacancy: 5. Medical Officer: 1, Audit Officer: 1,  Assistant Professor: 2, Medical Assistant: 1.

Eligibility:  post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date for Submit Application : 20th October, 2022.

…………………………..

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অডিট অফিসার ও মেডিক্যাল অফিসার পদে ৫ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২০ অক্টোবর, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট: বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট / মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে মাস্টার ডিগ্রি পাশ বা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি পাশ বা জিএনএম পাশ হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষিত ও ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: বিশ্ববিদ্যালয়ের স্কেল অনুযায়ী৷

(২) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (কম্পিউটার সায়েন্স): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ নেট / স্লেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে৷ ১৯ সেপ্টেম্বর, ১৯৯১ সালের আগে মাস্টার ডিগ্রি পাশ করা প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন৷ ১১ জুলাই, ২০০৯ সালের আগে পিএইচ.ডি পাশ করা প্রার্থীদের বেলায় নেট / স্লেট পরীক্ষায় পাশ করা আবশ্যক নয়৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) অডিট অফিসার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কমার্স / ফিন্যান্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ গভর্নমেন্ট / কোয়াসি গভর্নমেন্ট / বিশ্ববিদ্যালয় বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট / কস্ট অ্যাকাউন্ট্যান্ট / বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৭,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে৷ গভর্নমেন্ট / মিলিটারি / কোয়াসি গভর্নমেন্ট হাসপাতালে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল / মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৭৯,৮০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.vidyasagar.ac.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায়  প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি মেডিক্যাল অফিসার পদের বেলায় ৮০০ টাকা ও অন্যান্য পদের বেলায় ৬০০ টাকা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ব্যাঙ্ক ড্রাফট হবে ‘Vidyasagar University (payable at Midnapore’-এর অনুকূলে৷ একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে চাইলে তাকে আলাদা আলাদা দরখাস্ত পাঠাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Registrar, Vidyasagar University, Midnapore – 721102৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: http://www.vidyasagar.ac.in/Default.aspx

Get details: Click Here

 

 

Share it :