Advt. no. 02/2022/Fixed Term Tenure
Rashtriya Ispat Nigam Limited (Vizag Steel Plant) invites online applications for the following posts.
Post: Mine Foreman, Operator cum Mechanic, Mine Mate, Blaster, Drill Technician.
Total vacancy: 31. Mine Foreman: 2, Operator cum Mechanic: 19, Mine Mate: 4, Blaster: 2, Drill Technician: 4.
Eligibility: post wise different.
Age limit: within 35 years (as on 01/10/2022).
Salary: post wise different.
Last Date of Online Application: 16th November, 2022.
……………………………….
কেন্দ্রীয় সরকারের স্টিল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, বিশাখাপত্তনম (ভাইজ্যাগ স্টিল প্ল্যান্ট) মাইন ফোরম্যান, অপারেটর কাম মেকানিক, মাইন মেট, ব্লাস্টার, ড্রিল টেকনিশিয়ান পদে ৩১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৬ নভেম্বর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা- (১) মাইন ফোরম্যান (পোস্ট কোড ১০১): মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিজিএমএস থেকে ইস্যু করা মাইন ফোরম্যানের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ বেতন: প্রতি মাসে ৩৯,০০০ টাকা ও বাড়িভাড়া বাবদ ১৭৫০ টাকা ভাতা পাওয়া যাবে৷
(২) অপারেটর কাম মেকানিক (পোস্ট কোড ১০২): মাধ্যমিক বা সমতুল পাশের পর আইটিআই বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতন: প্রতি মাসে ৩৭,০০০ টাকা ও বাড়িভাড়া বাবদ ১৬৮০ টাকা ভাতা পাওয়া যাবে৷
(৩) মাইন মেট (পোস্ট কোড ১০৩): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডিজিএমএস থেকে ইস্যু করা মাইন মেটের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ বেতন: প্রতি মাসে ৩৭,০০০ টাকা ও বাড়িভাড়া বাবদ ১৬৮০ টাকা ভাতা পাওয়া যাবে৷
(৪) ব্লাস্টার (পোস্ট কোড ১০৪): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডিজিএমএস থেকে ইস্যু করা ব্লাস্টারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ বেতন: প্রতি মাসে ৩৭,০০০ টাকা ও বাড়িভাড়া বাবদ ১৬৮০ টাকা ভাতা পাওয়া যাবে৷
(৫) ড্রিল টেকনিশিয়ান (পোস্ট কোড ১০৫): মাধ্যমিক বা সমতুল পাশের পর ফিটার ট্রেডে আইটিআইপাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ বেতন: প্রতি মাসে ৩৭,০০০ টাকা ও বাড়িভাড়া বাবদ ১৬৮০ টাকা ভাতা পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.vizagsteel.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (নীল ব্যাকগ্রাউন্ডে তোলা ৫০ কেবি সাইজের মধ্যে), সই (৩০ কেবি সাইজের মধ্যে) ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত জব টেস্ট / স্কিল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.vizagsteel.com/index.asp
Get details: Click Here