Advt. No. 01/2022
A Walk-in-interview will be conducted at CSIR-CMERI, Durgapur at the above address during 10th & 11th March, 2022 to select candidates for engagement as Project–SRF/JRF/Project Associate under various projects.
Post: Project–SRF, Project–JRF, Project Associate
Total Vacancy: 18.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Date of Walk-in-Interview: 10th and 11th March, 2022.
………………………………………………………………………………….
সিএসআইআর-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট প্রোজেক্ট এসআরএফ, প্রোজেক্ট জেআরএফ, প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে ১৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১০ ও ১১ মার্চ, ২০২২ এই স্থানে -সিএসআইআর-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, মহাত্মা গান্ধি অ্যাভিনিউ, দুর্গাপুর – ৭১৩২০৯, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) প্রোজেক্ট জেআরএফ (পোস্ট কোডP-4401), প্রোজেক্ট নংGAP- 225812: মেকানিক্যাল / ম্যানুফ্যাকচারিং / মেটিরিয়ালস সায়েন্স / মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং / সেরামিক ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(২) প্রোজেক্ট জেআরএফ (পোস্ট কোডP-4402), প্রোজেক্ট নংGAP- 232512: মেকানিক্যাল / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(৩) প্রোজেক্ট জেআরএফ / এসআরএফ (পোস্ট কোডP-4403), প্রোজেক্ট নংGAP- 236212: জেআরএফ পদের বেলায় মেকানিক্যাল / ম্যানুফ্যাকচারিং / ওয়েল্ডিং / মেটালার্জি / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে৷ এসআরএফ পদের বেলায় মেকানিক্যাল / ম্যানুফ্যাকচারিং / ওয়েল্ডিং / মেটালার্জি / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে ও গবেষণার কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: জেআরএফ পদের বেলায় ২৮ বছরের মধ্যে, এসআরএফ পদের বেলায় ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: জেআরএফ পদের বেলায় প্রতি মাসে ৩১,০০০ টাকা, এসআরএফ পদের বেলায় প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(৪) প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ (পোস্ট কোডP-4404), প্রোজেক্ট নংGAP- 236012: মেকানিক্যাল / থার্মাল / অ্যারোনটিক্যাল / মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক বা ফিজিক্স / কেমিস্ট্রিতে এম.এসসি পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(৫) প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ (পোস্ট কোডP-4405), প্রোজেক্ট নংHCP- 26: ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল / মেকাট্রনিক্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১১ মার্চ, ২০২২৷
(৬) প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ (পোস্ট কোডP-4406), প্রোজেক্ট নংGAP- 225512: ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল / মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(৭) প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১/ প্রোজেক্ট অ্যাসোসিয়েট-২ (পোস্ট কোডP-4407), প্রোজেক্ট নংGAP- 237112: প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ পদের বেলায় কম্পিউটার সায়েন্স / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / ডেটা সায়েন্স / ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ প্রোজেক্ট অ্যাসোসিয়েট-২ পদের বেলায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / ডেটা সায়েন্স / ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে ও গবেষণার কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৷ এককালীন বেতন: প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ পদের ক্ষেত্রে সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রোজেক্ট অ্যাসোসিয়েট-২ পদের ক্ষেত্রে সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৮,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(৮) প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১/ প্রোজেক্ট অ্যাসোসিয়েট-২ (পোস্ট কোডP-4408), প্রোজেক্ট নংMLP- 231512: প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ পদের বেলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনিঞ্জনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / মেকানিক্যাল / ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / কমিউনিকেশন / এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ প্রোজেক্ট অ্যাসোসিয়েট-২ পদের বেলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনিঞ্জনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / মেকানিক্যাল / ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / কমিউনিকেশন / এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে ও গবেষণার কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৷ এককালীন বেতন: প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ পদের ক্ষেত্রে সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রোজেক্ট অ্যাসোসিয়েট-২ পদের ক্ষেত্রে সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৮,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(৯) প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ (পোস্ট কোডP-4409), প্রোজেক্ট নংGAP- 229812: প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ পদের বেলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনিঞ্জনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(১০) প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ (পোস্ট কোডP-4410), প্রোজেক্ট নংGAP- 219112: প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ পদের বেলায় ইলেকট্রিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স / কমিউনিকেশন / মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে বা ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, কন্ট্রোলে স্পেশালাইজেশন সহ ফিজিক্স / রেডিয়ো ফিজিক্সে এম.এসসি পাশ হতে হবে ৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(১১) প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ (পোস্ট কোডP-4411), প্রোজেক্ট নংGAP- 236812: প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ পদের বেলায় কম্পিউটার সাযেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স / কমিউনিকেশন / মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার অ্যাপ্লিকেশন / বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে বা ইলেকট্রনিক্সে স্পেশালাইজেশন সহ ফিজিক্স / রেডিয়ো ফিজিক্সে এম.এসসি পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(১২) প্রোজেক্ট জেআরএফ (পোস্ট কোডP-4412), প্রোজেক্ট নংGAP- 234412: মেকানিক্যাল / অ্যারোস্পেস / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / কমিউনিকেশন / মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার অ্যাপ্লিকেশন / বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা ইলেকট্রনিক্সে স্পেশালাইজেশন সহ ফিজিক্স / রেডিয়ো ফিজিক্সে এম.এসসি বা এম.টেক (রেডিয়ো ফিজিক্স) পাশ হতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(১৩) প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ (পোস্ট কোডP-4413), প্রোজেক্ট নংGAP- 236712: ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সিস্টেম শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: সিএসআইআর-নেট বা ইউজিসি-নেট (অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ) বা গেট পরীক্ষায় পাশ প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ যারা উল্লিখিত কোনো পরীক্ষায় পাশ করেননি তাদের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(১৪) প্রোজেক্ট জেআরএফ (পোস্ট কোডP-4414), প্রোজেক্ট নংGAP- 228412: কেমিস্ট্রি / মেটিরিয়াল সায়েন্স শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
(১৫) প্রোজেক্ট জেআরএফ (পোস্ট কোডP-4415), প্রোজেক্ট নংGAP- 237612: কেমিস্ট্রি / মেটিরিয়াল সায়েন্স শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা৷ ইন্টারভিউ হবে ১০ মার্চ, ২০২২৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.cmeri.res.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে প্রার্থীর পাসপোর্ট মাপের ১ কপি রঙিন ছবি ও সকল আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি সহ মূল কপি ইন্টারভিউয়ের দিন সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.cmeri.res.in/vacancy
Get details: Click Here