Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

WB AUDIT & ACCOUNTS SERVICE RECRUITMENT EXAM, 2021 / রাজ্যে ৩৫ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার

Advt.  No.-12/2021

The Public Service Commission, West Bengal will hold the West Bengal Audit and Accounts Service Recruitment Examination, 2021.

Post : Audit and Accounts Officer.

Eligibility : Bachelor’s degree in Commerce from a recognized University or  must be a Member of the Institute of Chartered Accountants of India or must be a  Member of the Institute of Cost Accountants of India or MBA/PGDM (FINANCE) or equivalent Post Graduation degree in Finance under 2 (Two) years full time regular course approved by All India Council for Technical Education.

Age: Not more than 36 years (as on 01.01.2021)

Total Vacancy: 35 (UR – 16, SC- 6, ST- 2, OBC NCL A – 3, OBC NCL B- 2, Backlog – 7).

SalaryRs. 56,100-Rs.1,44,300

Application Fee: Rs. 210 (SC/ST/PWD candidates of WB are exempted).

Last Date of Online application30 December, 2020.

……………………………………………………………………………………….

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্য সরকারের অর্থ মন্ত্রকের অধীনে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ২০২১-এর মাধ্যমে ৩৫ জন অফিসার নিয়োগ করবে ৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৭ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কমার্স শাখায় গ্র্যাজুয়েট অথবা ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া / ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে অথবা এমবিএ / পিজিডিবিএম (ফিনান্স) বা ফিনান্স  বিষয়ে ২ বছরের ফুল টাইম কোর্সে সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষার প্রার্থীদের বেলায় প্রযোজ্য নয়)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২১ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে (জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৮৫ বা তারপরে)৷ রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊর্ধসীমা ৪৫ বছর৷ শূন্যপদ: ৩৬ (জেনাঃ ১৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ৩, ওবিসি-বি ২, ব্যাকলগ ৭)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ২১০ টাকা (জিএসটি অতিরিক্ত) অফলাইন (২৮ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে) / অনলাইনে (২৭ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে) জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দুই ভাগে প্রিলিমিনারি ও মেইন৷ অবজেক্টিভ টাইপ প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২২ সালের মে মাসে কলকাতা ও দার্জিলিং কেন্দ্রে৷ মেইন পরীক্ষা হবে কলকাতা কেন্দ্রে৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে৷ লিখিত পরীক্ষা হবে বাংলা অথবা ইংরেজি ভাষায়৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://wbpsc.gov.in

Official Notification: Click Here

Share it :