Advt. No.-12/2021
The Public Service Commission, West Bengal will hold the West Bengal Audit and Accounts Service Recruitment Examination, 2021.
Post : Audit and Accounts Officer.
Eligibility : Bachelor’s degree in Commerce from a recognized University or must be a Member of the Institute of Chartered Accountants of India or must be a Member of the Institute of Cost Accountants of India or MBA/PGDM (FINANCE) or equivalent Post Graduation degree in Finance under 2 (Two) years full time regular course approved by All India Council for Technical Education.
Age: Not more than 36 years (as on 01.01.2021)
Total Vacancy: 35 (UR – 16, SC- 6, ST- 2, OBC NCL A – 3, OBC NCL B- 2, Backlog – 7).
Salary: Rs. 56,100-Rs.1,44,300
Application Fee: Rs. 210 (SC/ST/PWD candidates of WB are exempted).
Last Date of Online application: 30 December, 2020.
……………………………………………………………………………………….
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্য সরকারের অর্থ মন্ত্রকের অধীনে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ২০২১-এর মাধ্যমে ৩৫ জন অফিসার নিয়োগ করবে ৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৭ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমার্স শাখায় গ্র্যাজুয়েট অথবা ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া / ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে অথবা এমবিএ / পিজিডিবিএম (ফিনান্স) বা ফিনান্স বিষয়ে ২ বছরের ফুল টাইম কোর্সে সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষার প্রার্থীদের বেলায় প্রযোজ্য নয়)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২১ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে (জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৮৫ বা তারপরে)৷ রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊর্ধসীমা ৪৫ বছর৷ শূন্যপদ: ৩৬ (জেনাঃ ১৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ৩, ওবিসি-বি ২, ব্যাকলগ ৭)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ২১০ টাকা (জিএসটি অতিরিক্ত) অফলাইন (২৮ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে) / অনলাইনে (২৭ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে) জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দুই ভাগে প্রিলিমিনারি ও মেইন৷ অবজেক্টিভ টাইপ প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২২ সালের মে মাসে কলকাতা ও দার্জিলিং কেন্দ্রে৷ মেইন পরীক্ষা হবে কলকাতা কেন্দ্রে৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে৷ লিখিত পরীক্ষা হবে বাংলা অথবা ইংরেজি ভাষায়৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://wbpsc.gov.in
Official Notification: Click Here