Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

WB FOOD & SUPPLIES DEPT. HIRING 21 TECHNICAL SUPPORT PERSONNELS / রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে ২১ কর্মী

Food & Supplies Dept., West Bengal invites application for recruitment to the following post on contractual basis.

Post:  Technical Support Personnel (IMPDS)

Total Vacancy: 21

Eligibility: 1st Class MCA  or 1st Class BE/B.Tech/M.Sc. in IT/Computer Science.

Age limit: 18 to 25 years

Remuneration: Rs. 40,000

Last Date of Online Application: 5th January, 2022

……………………………………..

রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল (আইএমপিডিএস) পদে ২১ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷  দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷ যোগ্যতা:  প্রথম শ্রেণিতে এমসিএ বা  প্রথম শ্রেণিতে আইটি / কম্পিটার সায়েন্স  বিষয়ে বিই / বিটেক /এমএসসি পাশ হতে হবে৷ সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন, ইপ্লিমেন্টেশন সাপোর্ট (ডট নেট হলে অগ্রাধিকার) ক্ষেত্রে টেকনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স : ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ বেতন : ৪০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে https://warehousingwb.com/itpersonnel/ ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত করার সময় জন্ম প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড / পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও অভিজ্ঞতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর, কাজের অভিজ্ঞতা ও টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন https://warehousingwb.com/itpersonnel/ ও https://food.wb.gov.in ওয়েবসাইট৷

Official Website: https://food.wb.gov.in/

Official Notification: Click Here

Share it :