ADDENDUM NOTIFICATION No. 1618/WBBPE/2022
The persons who have enrolled their names for pursuing 2 year D.El.Ed / 4 year B.El.Ed / 2 year Diploma in Education / B.Ed shall also be eligible to sit for TET-2022.
Official Notification: Click Here
ADDENDUM NOTIFICATION No. 1629/WBBPE/2022
SC, ST, OBC, PH, DH, EC, ESM candidates need to have 45% marks in Senior Secondary / Graduation to apply for the TET-2022.
Official Notification: Click Here
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২৯ সেপ্টেম্বর, ২০২২ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকার পোষিত ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলিতে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) কয়েক হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য প্রাইমারি টেট-২০২২ পরীক্ষার বিজ্ঞপ্তি (Notification No. 1572/WBBPE/2022) প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তি অনুসারে, কেবলমাত্র বিএড / ডিএলএড / বিএলএড / ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশাল এডুকেশন) পাশ প্রার্থীরাই উল্লিখিত পরীক্ষায় আবেদনের যোগ্য ছিলেন। অতি সম্প্রতি ১২ অক্টোবর, ২০২২ তারিখে পর্ষদের পক্ষ থেকে একটি নতুন সংযোজনী বিজ্ঞপ্তি (Memo No. 1618/WBBPE/2022) প্রকাশ করে জানানো হল- এনসিটিই স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাচেলর অফ এডুকেশন (B.Ed) / ২ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.El.Ed) / ৪ বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন (B.El.Ed) / রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) দ্বারা স্বীকৃত ২ বছরের ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশাল এডুকেশন) কোর্সে নাম নথিভুক্ত করা প্রার্থীরাও প্রাইমারি টেট-২০২২ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট https://wbbpe.org।