West Bengal Board of Primary Education has published notification to conduct TET Examination for recruitment Assistant Teachers in Govt. Aided % Govt. Sponsored / Junior Basic Primary Schools for classes I-V to be held on 11th December, 2022.
Post: Assistant Teachers.
Eligibility: Senior Secondary (or its Equivalent) with at least 50% marks and 2 year Diploma in Elementary Education or 4 year B.El.Ed or D.Ed (special education) Or Graduation with at least 50% marks and B.Ed.
……………………………………………………………………………………………
পশ্চিমবঙ্গের সব জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকারি পোষিত ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলিতে (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) প্রায় কয়েক হাজার ‘প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা’ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ প্রাইমারি টেট পরীক্ষা হবে ১১ ডিসেম্বর, ২০২২৷ টেট পরীক্ষার জন্য ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র অনলাইনেই দরখাস্ত করতে পারবে www.wbbpe.org ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদন করা যাবে ১৪ অক্টোবর, ২০২২ এর পর থেকে৷
‘টেট’-এর জন্য শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ছেলেমেয়েরা (তপসিলি জাতি, তপসিলি উপজাতি, ওবিসি ‘এ’, ওবিসি ‘বি’, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, এক্সেম্পটেড, ডেথ ইন হারনেস ক্যাটাগরি প্রার্থীদের জন্য ৪ শতাংশ নম্বর), যাদের এনসিইআরটি কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দু’বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন D.El.Ed) সার্টিফিকেট বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) স্বীকৃত অর্র্থৎ স্পেশাল এডুকেশনে যাদের ২ বছরের কোর্স পাশ করার সার্টিফিকেট D. Ed) আছে বা ৪ বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন B.El.Ed) পাশ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েট সঙ্গে বি.এড পাশ তারা এই পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবেন৷ যারা ২ বছরের ডি.এল.এড / ডি.এড (স্পেশাল এডুকেশন) বা বি.এড কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তুরেজাল্ট এখনও বের হয়নি তারাও আবেদন করতে পারবেন৷ ২০২০-২০২২ সেশনের মধ্যে যারা ডি.এল.এড / ডি.এড (স্পেশাল এডুকেশন) / বি.এড ট্রেনিং নিচ্ছেন তারাও আবেদনের যোগ্য৷
আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত যে কোনো একটি ভাষা প্রথম ভাষা হিসেবে নির্বাচন করতে পারবেন – বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু৷ দ্বিতীয় ভাষা হবে ইংরেজি ৷ টেট পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেলে (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি-এ / ওবিসি-বি / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী / এক্সেম্পটেড / ডেথ ইন হারনেস ক্যাটাগরি প্রার্থীদের জন্য ৫ শতাংশ নম্বর) টেট পাশ সার্টিফিকেট পাওয়া যাবে৷ দরখাস্তের ফি ১৫০ টাকা (ওবিসি এ / বি প্রার্থীদের জন্য ১০০ টাকা, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০ টাকা) জমা দিতে হবে অনলাইনে৷
সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকারি পোষিত ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলিতে নিয়োগের জন্য টেট পাশ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা ২১ অক্টোবর, ২০২২ থেকেwww.wbbpe.org বা https://wbbprimaryeducation.org ওয়েবসাইটে আবেদন করতে পারবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ বেতনক্রম: ২৮,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷ দরখাস্তের ফি ২০০ টাকা (ওবিসি এ / বি প্রার্থীদের জন্য ১৫০ টাকা, তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০০ টাকা) জমা দিতে হবে অনলাইনে৷
Official website: https://wbbpe.org/
Get details: for TET 2022 Link: Click Here
For Recruitment of TET qualified Trained candidates link: Click Here