Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

WBHFWS RECRUTING ACCOUNTS MANAGERS / রাজ্যের স্বাস্থ্য দফতরে অ্যাকাউন্টস ম্যানেজার

Recruitment Notice No. SHFWS/2022/250

West Bengal Health & Family Welfare Samiti invites applications for the following posts.

Post: Accounts Manager (DMPU)/(CPMU)

Total Vacancy: 5

Eligibility: M.Com/ICWA/CA

Age limit:  21-40 years (as on 1st January, 2022)

Salary: Rs. 35,000

Application Fee: Rs. 50

Last Date of Online Application: 8th June, 2022.

…………………………………….

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে অ্যাকাউন্টস ম্যানেজার (ডিপিএমইউ)/(সিপিএমইউ) পদে ৫ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ জুন, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: এম.কম / আইসিডব্লুএ (ইন্টার)/ সিএ (ইন্টার) পাশ হতে হবে৷ ডবল এন্ট্রি  অ্যাকাউন্টিং সিস্টেম ও ট্যালি সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে৷  অ্যাকাউন্টিং সিস্টেমের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৫ (তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷  এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য ৩ জুন, ২০২২-এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে ৫ জুন, ২০২২-এর মধ্যে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার নলেজ টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে রাজ্যের যে কোনো জেলা ও মিউনিসিপ্যাল কর্পোরেশনে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Websitewww.wbhealth.gov.in

Official NotificationClick Here

Share it :