Advertisement No.: R/FSO/28/202
West Bengal Health Recruitment Board is inviting applications for recruitment to the following post.
Post: General Service, Food Safety Officer
Total Vacancy: 44
Eligibility: Holder of a degree in Food technology/ Dairy Technology/ Biotechnology/ Oil Technology/ Agricultural Science/ Veterinary Science/ Bio-Chemistry/ Microbiology OR Master Degree in Chemistry/ Degree in Medicine from recognised University.
Age limit: 21 to 36 years as on 01.01.2022
Pay Scale: Rs. 35,800 – Rs. 92,100
Last Date of Online Application: 13th May, 2022 till 1pm.
……………………………….
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৪৪ জন ‘জেনারেল সার্ভিস ফুড সেফটি অফিসার’ নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৩ মে, ২০২২ দুপুর ১টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ফুড টেকনোলজি / ডেয়ারি টেকনোলজি / বায়ো-টেকনোলজি / অয়েল টেকনোলজি / এগ্রিকালচারাল সায়েন্স / ভেটেরিনারি সায়েন্স / বায়োকেমিস্ট্রি /মাইক্রোবায়োলজি বিষয়ে ডিগ্রি পাশ বা কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি পাশ বা মেডিসিনে ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে ও বলতে জানতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে৷ অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮৬ থেকে ১ জানুয়ারি, ২০০১-এর মধ্যে৷ ওবিসি-এ প্রার্থীরা ৩ বছর ও তঃজাঃ, তঃজাঃ (ইসি), তঃউঃজাঃ (ইসি) প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৪৪[জেনাঃ ৩৮, তঃজাঃ ২, তঃজাঃ (ইসি) ২, তঃউঃজাঃ (ইসি) ১, ওবিসি-এ ]৷ বেতনক্রম: ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সাদা কাগজে কালো/নীল কালিতে করা সই, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ২১০ টাকা অনলাইনে জিআরপিএস সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.wbhrb.in
Official Notification: Click Here