Recruitment Notice No. 3889
West Bengal Medical Services Corporation Limited invites online applications for the following posts.
Post: Assistant Engineer, Bio-medical Engineer, Sub Assistant Engineer, Data Entry Operator
Total vacancy: 11.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 20 December, 2021.
………………………………………………………………..
পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড রাজ্যে প্রচলিত জাতীয় মিশন প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ডেটা এন্ট্রি অপারেটর পদে ১১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে বাড়তে পারে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২০ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অটোক্যাড জানা আবশ্যক৷ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ৩৫,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷
(২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অটোক্যাড জানা আবশ্যক৷ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ৩৫,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷
(৩) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ অথবা বায়োমেডিক্যাল ইনস্টুমেন্টেশনে এম.এসসি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ৩৫,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷
(৪) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷
(৫) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল):কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷
(৬) ডেটা এন্ট্রি অপারেটর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.wbhealth.gov.inবাwww.wbmsc.gov.in ওয়েবসাইটে৷এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ নথিপত্র যাচাইয়ের সময়ে আনুষঙ্গিক নথিপত্রের সঙ্গে এই দরখাস্তের প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website:http://www.wbmsc.gov.in,
Get details: Click Here