Advertisement Notification No.: WBPDCL/Apprentice/2022/01
The West Bengal Power Development Corporation Limited (WBPDCL) invites applications for recruitment to the following post.
Post: Technician Apprentice (Graduate), Technician Apprentice (Diploma)
Total Vacancy: 60
Eligibility: Full time Graduate/Diploma in relevant Engineering stream.
Age limit: Technician Apprentice (Graduate)- 18 to 25 years, Technician Apprentice (Diploma)- 18 to 24 years as on 01.06.2022.
Training Period: 1 year
Stipend: Technician Apprentice (Graduate)- Rs. 9000, Technician Apprentice (Diploma)- Rs. 8000
Last Date of Application: 27.06.2022
……………………………………………
ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (গ্র্যাজুয়েট / ডিপ্লোমা) পদে ৬০ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৭ জুন, ২০২২-এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা ও শূন্যপদ: (১) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং): ২০১৯, ২০২০, ২০২১ সালে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ জুন, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: মেকানিক্যাল- ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ ইলেকট্রিক্যাল- ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স- ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ মাইনিং- ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ স্টাইপেন্ড: ৯০০০ টাকা৷
(২) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং): ২০১৯, ২০২০, ২০২১ সালে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুন, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: মেকানিক্যাল- ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ ইলেকট্রিক্যাল- ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স- ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ স্টাইপেন্ড: ৮০০০ টাকা৷
ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://wbpdcl.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত পূরণ শুরু করার আগে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে এনরোলমেন্ট নম্বর সংগ্রহ করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৫০০ কেবি সাইজের মধ্যে), সই (২০০ কেবি সাইজের মধ্যে) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর, নথিপত্র যাচাই ও ইন্টারভিউের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://wbpdcl.co.in
Official Notification: Click Here