Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

WBPHIDCL RECRUITING SUB-ASSISTANT ENGINEERS / পশ্চিমবঙ্গ পুলিশে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

Advt. No. 02/2022

West Bengal Police Housing and Infrastructure Development Corporation Limited is inviting applications for the following posts.

Post: Sub-Assistant Engineer (Civil) and Sub-Assistant Engineer (Electrical)

Eligibility: Diploma in relevant Engineering streams.

Age: 21-40 years as on 01/01/2022

Consolidated Salary: Rs. 20,000

Last Date of Online Application: 3rd June, 2022

………………………………………

ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ প্রতি মাসে এককালীন বেতন হবে ২০,০০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ মে, ২০২২ থেকে ৩ জুন, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন / পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷

(২) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন / পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbphidcl.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.wbphidcl.com বা https://wbpolice.gov.in ওয়েবসাইট৷

Official Website: https://wbpolice.gov.in , www.wbphidcl.com

Official Notification: Click Here

Share it :