Advertisement No. 14/2022
Online applications are being invited by West Bengal Public Service Commission for recruitment to the under mentioned post which is temporary but likely to be permanent.
Post: Library Assistant
Eligibility: (a) A degree of a recognized University. (b) A degree in Library Science from a recognized University. (c) Knowledge of computer operation in Library Software.
Age-limit: 39 years (As on 01.01.2022)
Total Vacancy: 5 (UR– 2, S.C-2, OBC-B-1).
Salary: Rs. 32,100 – Rs.82,900/-
Application Fee: Rs. 160 (SC/ST/PWD candidates of WB are exempted)
Last Date of Online Application: 27/12/2022 till 3pm.
……………..
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিধানসভার সচিবালয়ে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তী সময়ে স্থায়ী চাকরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৭ ডিসেম্বর, ২০২২ বিকেল ৩টের মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি পাশ হতে হবে ও লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে লাইব্রেরি সফটওয়্যার বিষয়ক কাজের জ্ঞান থাকা আবশ্যক৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষার প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৯ বছরের মধ্যে৷ রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ২, ওবিসি-বি-এনসিএল ১)৷ বেতনক্রম: ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://wbpsc.gov.in ওয়েবসাইটে৷ প্রার্থীর অবশ্যই একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ১৬০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে/অফলাইনে জমা দিতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি জমা দিতে হবে ২৭ ডিসেম্বর, ২০২২ বিকেল ৩ টে-র মধ্যে৷ অফলাইনে ২৭ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে চালান জেনারেট করে ২৮ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে দরখাস্ত ফি জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা / অভিজ্ঞতার ভিত্তিতে বা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ ইন্টারভিউতে কাট-অফ মার্কস ধার্য করা হয়েছে এইভাবে- জেনারেল প্রার্থীদের বেলায় ৪০ শতাংশ, ওবিসি প্রার্থীদের বেলায় ৩৮ শতাংশ, তপশিলি জাতির বেলায় ৩৫ শতাংশ৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://wbpsc.gov.in
Official Notification: Click Here