Advertisement No. 07/2022
Online applications are being invited by West Bengal Public Service Commission Government of India for recruitment to the under mentioned post which is temporary but likely to be permanent.
Post : Assistant Engineer (Electrical)
Eligibility : Degree in Electrical Engineering from a recognized University or equivalent qualifications.
Age-limit: 36 years (As on 01.01.2022)
Total Vacancy: 9
Salary : Rs.15, 600/- – Rs.42, 000/-
Application Fee: Rs. 210 (SC/ST/PWD candidates are exempted)
Last Date of Online Application: 01/12/2022.
…………………………………………..
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরিস সার্ভিস-এর অধীনে ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিস পদে ৯ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তী সময়ে স্থায়ী চাকরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১০ নভেম্বর, ২০২২ থেকে ১ ডিসেম্বর, ২০২২ বিকেল ৩ টে-র মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষার প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)৷ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ/প্লান্টে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৬ বছরের মধ্যে৷ রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ-এনসিএল ২, ওবিসি-বি-এনসিএল ১)৷ বেতনক্রম: ৬৭,৩০০ টাকা থেকে ১,৭৩,২০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://wbpsc.gov.in ওয়েবসাইটে৷ প্রার্থীর অবশ্যই একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ২১০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে/অফলাইনে জমা দিতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি জমা দিতে হবে ১ ডিসেম্বর, ২০২২ বিকেল ৩ টে-র মধ্যে৷ অফলাইনে ১ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে চালান জেনারেট করে ২ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে দরখাস্ত ফি জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা / অভিজ্ঞতার ভিত্তিতে বা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ ইন্টারভিউতে কাট অফ মার্কস ধার্য করা হয়েছে এইভাবে- জেনারেল প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ, ওবিসি প্রার্থীদের বেলায় ৪৮ শতাংশ, তপশিলি জাতির বেলায় ৪৫ শতাংশ ও তপশিলি উপজাতির বেলায় ৪০ শতাংশ৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://wbpsc.gov.in
Official Notification: Click Here