Employment Notification No. REC/2021/04
West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) is inviting applications for the following posts.
Post: Junior Engineer (Electrical) Gr.-II, Junior Executive (Stores)
Total Vacancy: 414
Junior Engineer (Electrical) Gr.-II – 400
Junior Executive (Stores) – 14
Eligibility: Junior Engineer (Electrical) Gr.-II – 3 years Diploma in Electrical Engineering
Junior Executive (Stores) – Graduate & PG Degree/ Diploma/ PG Diploma in relevant disciplines.
Age limit: 18 to 32 years as on 1st January, 2021.
Pay scale/: Junior Engineer (Electrical) Gr.-II- Rs. 36,800 – Rs. 1,06,700; Junior Executive (Stores) – Rs. 37,400 – Rs. 1, 08, 200.
Application Fee : Junior Engineer (Electrical) Gr.-II – Rs. 300; Junior Executive (Stores) – Rs. 400.
Last Date of Online Application: 5th January, 2022
…………………………………
পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) ও জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) পদে ৪১৪ জন নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেব ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এ ও বি প্রার্থীরা ৩ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ জেনারেল প্রার্থীদের বেলায় জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮৯ থেকে ১ জানুয়ারি, ২০০৩-এর মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮৪ থেকে ১ জানুয়ারি, ২০০৩-এর মধ্যে৷ ওবিসি-এ ও ওবিসি-বি প্রার্থীদের বেলায় জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮৬ থেকে ১ জানুয়ারি, ২০০৩-এর মধ্যে৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৭৯ থেকে ১ জানুয়ারি, ২০০৩-এর মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৫ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) Gr.-II : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট) দ্বারা স্বীকৃত কোনো কলেজ বা প্রতিষ্ঠান থেকে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ বাংলা / নেপালি ভাষা পড়তে, বলতে ও লিখতে জানা আবশ্যক৷ শূন্যপদ : ৪০০ [জেনাঃ ১১৯, জেনাঃ (ইসি) ৬২, জেনাঃ (প্রাক্তন সমরকর্মী) ১৬, জেনাঃ (এমএস) ৮, জেনাঃ (পিডব্লুডি-এলভি) ৪, জেনাঃ (পিডব্লুডি-এইচএইচ) ৪, জেনাঃ (পিডব্লুডি-আইডি) ৪, তঃজাঃ ৫০, তঃজাঃ (ইসি) ২৮, তঃজাঃ (প্রাক্তন সমরকর্মী) ৮, তঃজাঃ (পিডব্লুডি-এলডি) ৪, তঃউঃজাঃ ১৭, তঃউঃজাঃ (ইসি) ৮, ওবিসি-এ ২৭, ওবিসি-এ (ইসি) ১২, ওবিসি-বি ২০, ওবিসি-বি (ইসি)]৷ বেতনক্রম : ৩৬,৮০০ টাকা থেকে ১,০৬,৭০০ টাকা৷
(২) জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ হতে হবে, সঙ্গে লজিস্টিক্স / মেটিরিয়ালস ম্যানেজমেন্ট / লজিস্টিক্স অ্যান্ড মেটিরিয়ালস ম্যানেজমেন্ট / সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট / সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা থাকতে হবে বা লজিস্টিক্স / মেটিরিয়ালস ম্যানেজমেন্ট / সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে স্পেশালাইজেশন-সহ বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে৷ বাংলা / নেপালি ভাষা পড়তে, বলতে ও লিখতে জানা আবশ্যক৷ শূন্যপদ : ১৪ [জেনাঃ ১, জেনাঃ (পিডব্লুডি-এলভি) ১, তঃজাঃ ৪, তঃজাঃ (ইসি) ২, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ২, ওবিসি-এ (ইসি) ১, ওবিসি-বি (ইসি)]৷ বেতনক্রম : ৩৭,৪০০ টাকা থেকে ১,০৮,২০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ফাইনাল সেমেস্টার / ইয়ার-এর পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন৷
ওপেন ইউনিভার্সিটি / ডিসটেন্স লার্নিং মোড / পার্ট টাইম / স্যান্ডউইচ কোর্সে ডিগ্রি পাশরা আবেদন করতে পারবেন না৷
উল্লিখিত সব পদের বেলায় ফুটবল, ক্রিকেট, অ্যাথেলেটিক্স, ব্যাডমিন্টন, টেবিল টেনিস খেলায় ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার-ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্টস / গেমস ফর সুকল এডুকেশন-এ অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা আবেদন করতে পারবেন৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbsetcl.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ জেনারেল, ওবিসি-এ, ওবিসি-বি ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) Gr.-II পদের জন্য দরখাস্ত ফি ৩০০ টাকা ও জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) পদের জন্য দরখাস্ত ফি ৪০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার বেসড টেস্ট / অনলাইন টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ ইংরিজি মাধ্যমে ৯০ মিনিটে ১০০ নম্বরের কম্পিউটার বেসড টেস্ট / অনলাইন টেস্ট হবে এইসব বিষয়ে -ডোমেন মার্কস (৬০ নম্বর), জেনারেল অ্যাপ্ঢিটিডড (২০ নম্বর), ইংলিশ টেস্ট (১৫ নম্বর), বাংলা / নেপালি টেস্ট (৫ নম্বর)৷ ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই৷ কম্পিউটার বেসড টেস্ট / অনলাইন টেস্টে জেনারেল, ওবিসি-এ, ওবিসি-বি প্রার্থীদের কমপক্ষে ৪০ শতাংশ, তপশিলি জাতি প্রার্থীদের কমপক্ষে ৩৫ শতাংশ, তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কমপক্ষে ৩০ শতাংশ নম্বর পেতে হবে৷ সম্মিলিতভাবে ইংলিশ টেস্ট ও বাংলা / নেপালি টেস্টে কমপক্ষে ৫ নম্বর পেতে হবে৷ পার্সোনাল ইন্টারভিউ হবে ২৫ নম্বরের৷ ইন্টারভিউয়ের সময় আনুষঙ্গিক সমস্ত নথিপত্রের অরিজিনাল নিয়ে যেতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbsetcl.in
Official Notification: Click Here
Apply Online: Click Here