Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

WBSETCL RECRUITING 62 APPRENTICES / রাজ্যের বিদ্যুৎ সংস্থায় ৬২ অ্যাপ্রেন্টিস

The West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL), a Government of West Bengal Enterprise, is inviting applications for engagement of Apprentices.

Post: Graduate Apprentice (Electrical), Technician Apprentice (Electrical).

Total Vacancy: 62

Graduate Apprentice (Electrical)- 16

Technician Apprentice (Electrical)- 46

Eligibility: Graduate / Diploma in relevant Engineering streams in 2019, 2020 & 2021.

Age Limit: Graduate Apprentice (Electrical)- 22years, Technician Apprentice (Electrical)- 18 years as on 01.01.2022.

Training Period: 1 Year

Stipend: Graduate Apprentice (Electrical)- Rs. 9000, Technician Apprentice (Electrical)- Rs. 8000

Last Date of Online Application: 11th March, 2022.

………………………………………………………………………………………..

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) পদে ৬২ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ মার্চ, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (ক) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৯, ২০২০, ২০২১ সালে  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪৬ (জেনাঃ ২৮, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ৫, ওবিসি-বি ৩)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে কমপক্ষে ১৮ বছরের মধ্যে হতে হবে৷

(খ) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৯, ২০২০, ২০২১ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে কমপক্ষে ২২ বছরের মধ্যে হতে হবে৷

উল্লিখিত পদগুলিতে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী আসন সংরক্ষিত রয়েছে৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১২ মাসের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করার জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম (NATS) পোর্টাল http://portal.mhrdnats.gov.in/-এ নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নাম নথিভুক্ত করার পর নিজের ই-মেল আইডি থেকে অ্যাপ্রেন্টিস হিসেবে যুক্ত হওয়ার আবেদন করে এবং NATS Registration No., Name of Candidate, Father’s Name, Date of Birth, Caste Category,  Present Address, Permanent Address, Mobile No., E-mail No. সঠিকভাবে লিখে মেল করতে হবে wbsetclapprentice@gmail.com আইডি-তে৷  ই-মেলের সাবজেক্টে লিখতে হবে “APPLICATION FOR ENGAGEMENT AS APPRENTICE_(NATS Registration No)”৷ সংরক্ষিত পদের প্রার্থীদের কাস্ট সার্টিফিকেট ই-মেলের সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official Websitehttp://portal.mhrdnats.gov.in/

Official Notification:  Click Here

Share it :