The West Bengal Central School Service Commission issues-
(1) Information regarding recruitment to the post of Assistant Teachers in Secondary and Higher Secondary Schools: Click Here
(2) Information regarding recruitment to the post of Headmaster/Headmistress in HS, Secondary and Junior High Schools: Click Here
………………………………………………..
স্কুল সার্ভিস কমিশনের তরফে দুটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জুনিয়র হাই সুকল স্তরের বিদ্যালয়ে প্রধান শিক্ষক / প্রধান শিক্ষিকা পদে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে শীঘ্রই নতুন নিয়োগ করা হবে৷ এসএসসি সূত্রে খবর, শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হতে পারে৷ কমিশনের তরফে অতি দ্রুত এই সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্যপদের সংখ্যা, আবেদনের পদ্ধতি ও সময়সীমা, দরখাস্ত ফি, প্রার্থী বাছাই পদ্ধতি সহ যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যাদি জানানো হবে৷ বিশদে জানতে দেখুন ওয়েবসাইট www.westbengalssc.com৷
অন্যদিকে, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকার ওয়েটিং লিস্টে থাকা নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি প্রদানের উদ্দেশ্যে ৬,৮৬১টি অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির ঘোষণা করল রাজ্য সরকার৷ শিক্ষক পদে এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট ৫২৬১টি শূন্যপদ বাড়ানো হয়েছে৷ এর সঙ্গে কর্মশিক্ষায় ৭৫০টি এবং শারীরশিক্ষায় ৮৫০টি অর্থাৎ মোট ১৬০০টি বাড়তি শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে৷ শূন্যপদ বাড়ানোর পাশাপাশি সেগুলির বৈধতাও চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে৷