Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

West Bengal Board of Primary Education – Recruitment of Primary Teachers / রাজ্যের প্রাথমিক স্কুলে ১৬,৫০০ শিক্ষক

Notified No. 605-(SE/EE/P)10M-6/09(Pt.VII)dtd.22.12.2020.

This is notify for all concerned that online applications are invited from TET, 2014 qualified trained candidates of West Bengal seeking appointment for the posts of Assistant Teachers against state-wide vacancies in the Govt. Aided/ Sponsored Primary/ Junior Basic Schools.

Post : Assistant Teacher.

Eligibility : Candidates who have passed TET examination (2014) are eligible to apply.

Age (As on 01.01.2020) :18 to 40 years (Reserved candidates will get age exemption as per Government rules).

Total Vacancy :16,500.

Salary:Rs. 28,900/- and other allowances.

Online application closing date : 06 January 2021.

Website : www.wbbpe.org, www.wbbprimaryeducation.org

………………………………………………………………………………………………………………

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত / পোষিত প্রাথমিক / জুনিয়র বেসিক স্কুলগুলিতে ১৬,৫০০ জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে৷ ১০% শূন্যপদ প্যারা টিচারদের জন্য সংরক্ষিত৷ প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন৷ ২০১৪ সালে হওয়া টেট পরীক্ষায় সফল প্রার্থীরা আবেদনের যোগ্য৷ প্রার্থীরা যে মাধ্যমের স্কুলের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা আবশ্যক৷

বয়স : ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ বেতনক্রম: ২৮,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbbpe.org, www.wbbprimaryeducation.orgওয়েবসাইটে ৬ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় দরখাস্তের ফি ৫০ টাকা৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট  করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ইন্টারভিউ চলবে ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি, ২০২১ পর্যন্ত৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :