Recruitment Notice No.320/HF/AYUSH/Samity-24/2021
West Bengal AYUSH Samity invites application for recruitment to the posts of Programme Manager, Consultant, Finance Manager, Accounts Manager, HMIS Manager, Data Entry Operator, District Programme Manager on purely contractual basis.
Post: Programme Manager, Consultant, Finance Manager, Accounts Manager, HMIS Manager, Data Entry Operator, District Programme Manager
Total Vacancy: 51
State Programme Management Unit: Programme Manager – 1, Consultant– NAM (Homoepathy) – 1, Consultant – NAM (Ayurveda) – 1, Finance Manager – 1, Accounts Manager – 1, HMIS Manager – 1, Data Entry Operator – 1.
District Programme Management Unit: District Programme Manager – 22, Data Entry Operator – 22.
Eligibility: Degree, PG in relevant disciplines, CA/ICWA
Age limit: 21yrs – 40yrs as on 01/01/2021.
Pay scale:
Programme Manager – Rs. 60,000
Consultant– NAM (Homoepathy), – Rs. 50,000
Consultant – NAM (Ayurveda) – Rs. 50,000
Finance Manager – Rs. 50,000
Accounts Manager – Rs. 35,000
HMIS Manager – Rs. 40,000
Data Entry Operator – Rs. 20,000
District Programme Manager – Rs. 42,000
Application fee: Rs. 100
Last date of registration: 15th November, 2021
Last date of online application: 20th November, 2021
………………………
পশ্চিমবঙ্গ আয়ুষ সমিতি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনস্থ স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট ও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটে চুক্তির ভিত্তিতে প্রোগ্রাম ম্যানেজার, কনসালন্ট্যান্ট-এনএএম (হোমিওপ্যাথি), কনসালট্যান্ট-এনএএম (আয়ুর্বেদ), ফিন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার, এইচএমআইএস ম্যানেজার, ডেটা এন্ট্রি অপারেটর, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে ৫১ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷ পদ অনুযায়ী যোগ্যতা : (ক) ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট : (১) ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার : আয়ুষ-সহ যে কোনা শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সঙ্গে হেলথকেয়ার ম্যানেজমেন্ট / হিউম্যান রিসোর্স বিষয়ে এমবিএ বা হেলথ / হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার্স বা হসপিটাল অ্যান্ড হেলথকেয়ার ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে৷ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২২৷ আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর জেলাগুলির প্রতিটিতে ১টি করে শূন্যপদ রয়েছে৷ বেতন : প্রতি মাসে ৪২,০০০ টাকা৷
(২) ডেটা এন্ট্রি অপারেটর : কম্পিউটার অ্যাপ্লিকেশন / আইটি / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে গ্র্যাজুয়েট বা বিটেক (সিএস বা আইটি) / বিসিএ / বিবিএ / বিএসসি-আইটি পাশ বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স-সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২২৷ আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর জেলাগুলির প্রতিটিতে ১টি করে শূন্যপদ রয়েছে৷ বেতন : প্রতি মাসে ২০,০০০ টাকা৷
(খ) স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট : (১) প্রোগ্রাম ম্যানেজার : আয়ুষ-সহ যে কোনা শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সঙ্গে হেলথকেয়ার ম্যানেজমেন্ট / হিউম্যান রিসোর্স বিষয়ে এমবিএ বা হেলথ / হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার্স বা হসপিটাল অ্যান্ড হেলথকেয়ার ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে৷ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতন : প্রতি মাসে ৬০,০০০ টাকা৷
(২) কনসালট্যান্ট-এনএএম (হোমিওপ্যাথি) : হোমিওপ্যাথিতে কমপক্ষে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতন : প্রতি মাসে ৫০,০০০ টাকা৷
(৩) কনসালট্যান্ট-এনএএম (আয়ুর্বেদ) : আয়ুর্বেদ বিষয়ে কমপক্ষে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতন : প্রতি মাসে ৫০,০০০ টাকা৷
(৪) ফিন্যান্স ম্যানেজার : এমবিএ-ফিন্যান্স / এমকম / সিএ / আইসিডব্লুএ পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতন : প্রতি মাসে ৫০,০০০ টাকা৷
(৫) অ্যাকাউন্টস ম্যানেজার : এমকম / সিএ (ইন্টার) / আইসিডব্লুএ (ইন্টার) পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার ও ট্যালি অ্যাকাউন্টিং প্যাকেজ বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতন : প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷
(৬) এইচএমআইএস ম্যানেজার : এমবিএস-আইটি / এমসিএ / এমএসসি-আইটি / বিসিএ পাশ হতে হবে, সঙ্গে বেসিক ডিজাইনিং টুলস, ইউএক্স / ইউএল অ্যান্ড ভিজুয়্যাল ডিজাইন, এইচটিএমএল অ্যান্ড সিএসএস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ওয়েব সার্ভার ম্যানেজমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) বিষয়ক কাজ জানা আবশ্যক৷ মাস্টার ডিগ্রি পাশ করা প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর ও বিসিএ পাশ করা প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতন : প্রতি মাসে ৪০,০০০ টাকা৷
(৭) ডেটা এন্ট্রি অপারেটর : কম্পিউটার অ্যাপ্লিকেশন / আইটি / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে গ্র্যাজুয়েট বা বিটেক (সিএস বা আইটি) / বিসিএ / বিবিএ / বিএসসি-আইটি পাশ বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স-সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতন : প্রতি মাসে ২০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ রেজিস্ট্রেশন করতে হবে ১৫ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷ দরখাস্ত ফি ১০০ টাকা জমা দিতে হবে অনলাইনে ১৭ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ছবি ও সই আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর তার এক কপি প্রিন্ট (রেজিস্ট্রেশন নম্বর-সহ) নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রোগ্রাম ম্যানেজার, কনসালট্যান্ট-এনএএম (হোমিওপ্যাথি), কনসালট্যান্ট-এনএএম (আয়ুর্বেদ), ফিন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ এইচএমআইএস ম্যানেজার, ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/11/WB-Ayush-Samiti.pdf





