Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

West Bengal Police Recruitment of Constable & Lady Constable / রাজ্য পুলিশে ৮,৬৩২ কনস্টেবল ও লেডি কনস্টেবল

West Bengal Police Recruitment of Constable & Lady Constable.

Post: Constable & Lady Constable.

Eligibility: Must be a Citizen of India. The applicant must have passed Madhyamik Examination from the West Bengal Board of Secondary Education or its equivalent. Language : – (i) The applicant must be able to speak, read and write the Bengali language. However, this provision will not be applicable to the persons who are permanent residents of hill sub-divisions of Darjeeling and Kalimpong Districts. (ii) For the applicant of hill sub-divisions of Darjeeling and Kalimpong Districts, the provisions laid down in the West Bengal Official Language Act, 1961 will be applicable. Minimum Physical Measurement of Canndidates.

Physical Measurement: Constable boys : height (Barefoot) (in cm.) 167,  weight  (in kg.) 58 kg, chest (in cm.) 78 cms. (without expansion) 83 cms. (with expansion – 5 cms.). Gorkha, Garowali, Rajbangshi and Tauja Candidates : height (Barefoot) (in cm.) 160,  weight  (in kg.) 53 kg, chest (in cm.) 76 cms. (without expansion) 81 cms. (with expansion – 5 cms.).

Lady Constable : height (Barefoot) (in cm.) 160,  weight  (in kg.) 49 kg, chest (Not Applicable ). Candidates from Gorkha, Garowali, Rajbangshi and Tauja height (Barefoot) (in cm.) 152,  weight  (in kg.) 45 kg, chest (Not Applicable ).

Age (As on 01.01.2021): 18 to 27 years.

Total Vacancy: 8,632.

(i) Constable : 7,440. (U.R 2640, U.R E.C 1280, S.C 1120, S.C E.C 560, S.T 320, S.T E.C 160, OBC-A 560, OBC-A E.C 240, OBC-B 400, OBC-B E.C 160).

(ii) Lady Constable : 1192. (U.R 423, U.R E.C 205, S.C 179, S.C E.C 90, S.T 51, S.T E.C 26, OBC-A 90, OBC-A E.C 38, OBC-B 64, OBC-B E.C 26).

Salary: Rs. 22,700/- – 58,500/-.

Application closing date: 20 February, 2021.

Website: www.wbpolice.gov.in

……………………………………………………………………………………………………………..

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্য পুলিশের ‘কনস্টেবল’ ও ‘লেডি কনস্টেবল’ পদে ৮,৬৩২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করবেন অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ২০ ফেব্রুয়ারি, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷ প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা চাই (দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)৷

বয়স : বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷

শারীরিক মাপজোক : কনস্টেবল ছেলেদের বেলায় উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি৷ গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তঃউঃজাঃপ্রার্থীদের উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি,বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি হতে হবে৷ কনস্টেবল মেয়েদের বেলায় উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি৷গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তঃউঃজাঃপ্রার্থীদের উচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি৷ শূন্যপদের বিন্যাস : কনস্টেবল ৭,৪৪০ (জেনাঃ ২,৬৪০, জেনাঃ ইসি ১২৮০, তঃজাঃ ১,১২০, তঃজাঃ ইসি ৫৬০, তঃউঃজাঃ ৩২০, তঃউঃজাঃ ইসি ১৬০, ওবিসি-এ ৫৬০, ওবিসি-এ ইসি ২৪০, ওবিসি-বি ৪০০, ওবিসি-বি ইসি ১৬০)৷ লেডি কনস্টেবল ১,১৯২ (জেনাঃ ৪২৩, জেনাঃ ইসি ২০৫, তঃজাঃ ১৭৯, তঃজাঃ ইসি ৯০, তঃউঃজাঃ ৫১, তঃউঃজাঃ ইসি ২৬, ওবিসি-এ ৯০, ওবিসি-এ ইসি ৩৮, ওবিসি-বি ৬৪, ওবিসি-বি ইসি ২৬)৷ বেতনক্রম : ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত অনলাইন ও অফলাইন (পোস্টের মাধ্যমে) দুই পদ্ধতিতেই করা যাবে৷ দরখাস্তের জন্য প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷  অনলাইনে আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবে ২০ ফেব্রুয়ারি, ২০২১ বিকেল ৫টার মধ্যে এই ওয়েবসাইটে www.wbpolice.gov.in৷ দরখাস্তের ফি ১৭০ টাকা (রাজ্যের তপশিলি জাতি / তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য ২০ টাকা) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে কোনো শাখায় ব্যাঙ্ক চালানের মারফত জমা দিতে হবে৷ এছাড়াও অনলাইনে পেমেন্ট যে কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন অথবা ই-ওয়ালেট এবং ভারত কিউআর অথবা ইউ.পি.আই অ্যাপ-এর মাধ্যমে পেমেন্ট করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে এজেন্সিগুলি অতিরিক্ত ৫ টাকা সার্ভিস চার্জ কাটতে পারে৷দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ১০ কেবি থেকে ৫০ কেবি সাইজ (৪.৫ সেমি উচ্চতা× ৩.৫ সেমি চওড়া)  ও পুরো সই ৫ কেবি থেকে ২০ কেবি সাইজের (১.৭ সেমি উচ্চতা× ৯.২ সেমি চওড়া)  জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট করে নিতে হবে যাতে ইউনিক অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর লেখা থাকবে৷ এটি কোথাও পাঠাবেন না, নিজের কাছে রেখে দেবেন পরে এর প্রয়োজন হবে৷ গ্রামীণ এলাকার উদ্যোগী ছেলেমেয়েরা সহজ তথ্যমিত্র কেন্দ্রের মাধ্যমে ছবি ও সই স্ক্যান করে আবেদনপত্র পূরণ করে অনলাইনে আবেদনের ফি জমা করতে পারবেন৷ এই বাবদ অতিরিক্ত ২৩ টাকা সার্ভিস চার্জ লাগবে৷ অফলাইনে আবেদন: অফলাইনে বা পোস্টের মাধ্যমে দরখাস্ত করার জন্য আবেদনের ফর্ম ও ব্যাঙ্ক চালানের কপির নির্দিষ্ট বয়ান ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে www.wbpolice.gov.in৷ বয়ান ডাউনলোড করার আগে নিম্নলিখিত তথ্যগুলি অনলাইনে পূরণ করতে হবে-(i) Post applied for (সিলেক্ট করবেন),(ii) State of Permanent Address  (সিলেক্ট করবেন) (iii) Permanent Address District  (সিলেক্ট করবেন),(iv) Name in full (Text লিখবে),(v) Father’s Name (Text লিখবে), (vi) Mother’s Name (Text লিখবে), (vii) Category (সিলেক্ট করবে), (viii) NVF / Home Guards serving in WBP only / CV in WBP (সিলেক্ট করবেন),(ix) Service period ix নং তথ্যের জন্য) Numeric-এ লিখবেন),(x) Date of Birth (সিলেক্ট করবেন—Calendar Control),(xi) Age as on 01/01/2021 (Date of Birth-এর কলম পূরণ করলেই নিজে থেকেই সঠিক বয়স দেখাবে),(xii) Mobile No. (Numeric-এ লিখবে), (xiii) Qualification class X pass (checkbox-এ চেক করবেন),(xiv) Should be able to Speak, Read & Write (ডিস্ট্রিক্ট অনুযায়ী নিজে থেকেই সিলেক্ট হয়ে যাবে),(xv) E-mail ID (Text লিখবেন)৷ প্রতিটি তথ্য লেখার পর “Save and Download” বাটন ক্লিক করতে হবে৷ এরপর ৮ ডিজিটের ইউনিক অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর সহ অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট কবে  নিতে হবে৷ প্রিন্টআউট করতে হবে ৭৫ জিএসএম-এরA-4 মাপের কাগজে৷ দরখাস্তের ফি ১৭০ টাকা (রাজ্যের তপশিলি জাতি / তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য ২০ টাকা) জমা দিতে পারেন পোস্ট অফিসের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট চালানের মারফত (এর জন্য পোস্ট অফিস অতিরিক্ত ১০ টাকার সার্ভিস চার্জ নেবে) অথবা ব্যাঙ্ক চালানের মারফত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে কোনো শাখায়৷ ১ কপি প্রিন্টআউট নিজের কাজে রেখে দেবেন৷ তারপর প্রিন্টআউট কপিটি একটি ৩২ সেমি× ২২ সেমি মাপের মুখবন্ধ করা খামে ভরে ডাকযোগে এই ঠিকানায় পাঠাতে হবে- To The Chairman, West Bengal Police Recruitment Board, Araksha Bhaban (5th Floor), Block-DJ, Sector-II, Salt Lake City, Kolkata-700091৷ খামের উপর লিখতে হবেName of the Recruitment, Name of the Post applied for ওApplication on SL. No.৷ দরখাস্তের সঙ্গে কোনো নথিপত্র পাঠাবেন না৷ দরখাস্ত পূরণে কোনো অসুবিধা হলে যে কোনো কাজের দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে (শনিবার দুপুর ২টোর মধ্যে) এই দুটি নম্বরে ফোন করতে পারবেন- 7044108689 / 7044109346৷

প্রার্থী বাছাই পদ্ধতি : পুরো নিয়োগ প্রক্রিয়াটি ৬টি ধাপে হবে৷ প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে৷ প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের অবজেকটিভ টাইপ মাল্টিপল চয়েস পদ্ধতিতে৷ সময় থাকবে ১ ঘণ্টা৷ পরীক্ষা হবে বাংলা ও নেপালি ভাষায়৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে প্রাপ্ত নম্বর থেকে৷ পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ বিষয়ে ৫০ নম্বরের, সাধারণ গণিত (মাধ্যমিক স্তরের) ৩০ নম্বরের ও রিজনিং ২০ নম্বরের৷ এই পরীক্ষায় সফল হলে তবেই হবে শারীরিক মাপজোকের পরীক্ষা৷ এখানে প্রার্থীর উচ্চতা ও ওজন দেখা হবে৷ এরপর এই পরীক্ষায় সফলদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে৷ কনস্টেবল পদের পরীক্ষায় থাকবে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় (একটাই চান্স পাবেন)৷ লেডি কনস্টেবল পদের পরীক্ষায় থাকবে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফলদের ফাইনাল লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে৷ পরীক্ষা হবে ৮৫ নম্বরের ৮৫টি অবজেকটিভ টাইপ মাল্টিপল চয়েস পদ্ধতিতে এইসব বিষয়ে— জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড  জেনারেল নলেজ ২৫ নম্বরের, ইংরেজি ২৫ নম্বরের ও সাধারণ গণিত (মাধ্যমিক স্তরের) ২০ নম্বরের ও রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস ১৫ নম্বরের৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে প্রাপ্ত নম্বর থেকে৷ ফাইনাল পরীক্ষার সফলদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ ইন্টারভিউ হবে ১৫ নম্বরের ও সব শেষে মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে৷ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অথবা সুপারিনটেন্ড্যান্ট অফ পুলিশ এই নিয়োগ করবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details & Get Details

 

Share it :