Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

West Bengal Police Recruitment Sub-Inspector / Lady Sub-Inspector (UB) and Sub-Inspector (AB)- রাজ্য পুলিশে ১,০৮৮ সাব-ইন্সপেক্টর

West Bengal Police Recruitment of Sub-Inspector / Lady Sub-Inspector (UB) and Sub-Inspector (AB).

Post: Unarmed Branch : SI of Police, Lady SI of Police.

Armed Branch(Applicable for Male applicants only) : SI of Police.

Eligibility: The applicant must have a bachelor’s degree in any discipline from a recognized university or its equivalent.

Age (As on 01.01.2021): The applicant must not be below 20 years and not more than 27 years.

Total Vacancy: 1088.

(A) Unarmed Branch : (i) SI of Police : 753 (U.R- 413, S.C-166, S.T-45, OBC-A 76, OBC-B 53).

(ii) Lady SIof Police : 150 (U.R- 82, S.C-33, S.T-9, OBC-A 15, OBC-B 11).

(B) Armed Branch(Applicable for Male applicants only) : SI of Police : 185 (U.R- 101, S.C-41, S.T-11, OBC-A 19, OBC-B 13).

Salary: Pay Scale of Level-10 in the pay matrix (Rs. 32,100 – Rs. 82,900).

Application closing date: 20 February, 2021.

Website:www.wbpolice.gov.in

…………………………………………………………………………………………………………..

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্য পুলিশে আন-আর্মডও আর্মড ব্রাঞ্চে ‘সাব-ইন্সপেক্টর’ / ‘লেডি সাব-ইন্সপেক্টর’ পদে ১,০৮৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে বা অফলাইনে ২০ ফেব্রুয়ারি, ২০২১ বিকেল ৫ টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে নেপালি ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে)৷

বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি জাতি / উপজাতি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

শূন্যপদের বিন্যাস: আন-আর্মড ব্রাঞ্চ: পুরুষ ৭৫৩ (জেনাঃ ৪১৩, তঃজাঃ ১৬৬, তঃউঃজাঃ ৪৫, ওবিসি-এ ৭৬, ওবিসি-বি ৫৩)৷ মহিলা ১৫০ (জেনাঃ ৮২, তঃজাঃ ৩৩, তঃউঃজাঃ ৯, ওবিসি-এ ১৫, ওবিসি-বি ১১)৷ আর্মড ব্রাঞ্চ: ১৮৫ (জেনাঃ ১০১, তঃজাঃ ৪১, তঃউঃজাঃ ১১, ওবিসি-এ ১৯, ওবিসি-বি ১৩)৷ আর্মড ব্রাঞ্চে শুধুমাত্র ছেলেরা দরখাস্ত করতে পারবেন৷

বেতনক্রম : মূল বেতন ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা৷

শারীরিক মাপজোক: আন-আর্মড ব্রাঞ্চ: ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৭ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৯ সেমি ও ফুলিয়ে ৮৪ সেমি, ওজন ৫৬ কেজি৷ গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তপশিলি উপজাতি ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬০ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি, ওজন ৫২ কেজি৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬০ সেমি, ওজন ৪৮ কেজি৷ গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তপশিলি উপজাতি ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি, ওজন ৪৫ কেজি৷ আর্মড ব্রাঞ্চ: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৭৩ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮৬ সেমি ও ফুলিয়ে ৯১ সেমি, ওজন ৬০ কেজি৷ গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও তপশিলি উপজাতি ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৩ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬ সেমি, ওজন ৫৪ কেজি৷ দুটি ব্রাঞ্চের ক্ষেত্রেই শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের ৩ মিনিটে ৮০০ মিটার দৌড় ও মেয়েদের ২ মিনিটে ৪০০ মিটার দৌড়  শেষ করতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ফাইনাল লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে৷ প্রার্থীদের বাংলা / নেপালি ও ইংরেজি ভাষা ভালো জানতে হবে৷ দেড় ঘণ্টা সময়ের মোট ২০০ নম্বরের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে মাল্টিপল চয়েস অবজেক্টিভ পদ্ধতিতে এইসব বিষয়ে- জেনারেল স্টাডিজ (৫০টি প্রশ্ণ, ১০০ নম্বর), লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং (২৫টি প্রশ্ণ, ৫০ নম্বর), পাটিগণিত (২৫টি প্রশ্ণ, ৫০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ ৪টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে৷  পাশ করলে প্রার্থীদের শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে৷ এতে সফল হলে ফাইনাল লিখিত পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের৷ ফাইনাল লিখিত পরীক্ষা হবে ৩টি পেপারে৷ পেপার-১: জেনারেল স্টাডিজ ও পাটিগণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে৷ জেনারেল স্টাডিজে থাকবে ৫০ নম্বর, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংয়ে থাকবে ২৫ নম্বর, পাটিগণিতে থাকবে ২৫ নম্বর৷ সময় পাওয়া যাবে ২ ঘণ্টা৷ পেপার-২: ৫০ নম্বরের পরীক্ষা হবে ইংরেজি বিষয়ে৷ সময় পাওয়া যাবে ১ ঘণ্টা৷ পেপার-৩: ৫০ নম্বরের পরীক্ষা হবে বাংলা / হিন্দি / উর্দু / নেপালি ভাষার ওপর৷ সময় পাওয়া যাবে ১ ঘণ্টা৷ সবশেষে হবে ৩০ নম্বরের পার্সোনালিটি টেস্ট৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ২০ ফেব্রুয়ারি, ২০২১ বিকেল ৫ টার মধ্যে৷ অফলাইন পদ্ধতি: অফলাইনে দরখাস্ত করতে হবে www.wbpolice.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট ফরম্যাটে — (i) Post Applied for (Select করতে হে),(ii) State of Permanent Address (Select করতে হে), (iii) Permanent Address District (Select করতে হে), (iv) Gender (Male-Non editable), (v) UB & / or AB with Preference (Select করতে হে), (vi) Marital Status (Select করতে হে), (vii) Name in full (Text entry করতে হে), (viii) Mother’s Name (Text entry করতে হে), (ix) Father’s Name (Text entry করতে হে), (x) Category (Select করতে হে), (xi) Department Employee in WBP (Select করতে হে), (xii) Date of Birth (Select-Calender Control), (xiii) Age as on 01/01/2019 (Auto calculated field), (xiv) Mobile No. (Numeric entry করতে হে), (xv) Qualification Graduation (Checkbox টিক মার্ক করু), (xvi) Should be able to speak, Read & Write (district selection করলে নিজে থেকেEntry হে), (xvii) E-mail ID (Text entry করতে হে)৷ সমস্ত তথ্য পূরণের পর সেভ করে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে৷ এর পর একটি ৮ ডিজিটের ইউনিক অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর পাওয়া যাবে৷ সেটি কোথাও লিখে রাখবেন৷ অ্যাপ্লিকেশন ফর্মের উপর একটি বার কোড থাকবে৷ এরপর ৭৫ জিএসএম ওA4 মাপের কাগজে অফলাইন অ্যাপ্লিকেশনটি ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা) আঠা দিয়ে লাগাতে হবে৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন ও অপর কপিটি ডাকযোগে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Chairman, West Bengal Police Recruitment Board, Araksha Bhawan 5th Floor, Block-DJ, Salt Lake City, Kolkata-700091৷ দরখাস্ত পাঠাতে হবে ৩২ সেমি× ২২ সেমি মাপের খামে৷  খামের উপর লিখতে হবে নিয়োগ প্রক্রিয়ার নাম, পদের নাম ও অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর৷ আবেদনের ফি: ইন্ডিয়া পোস্ট চালানের মাধ্যমে ই-পেমেন্ট ফেসিলিটি আছে এমন পোস্ট অফিসে দরখাস্তের ফি ২৭০ টাকা জমা দিতে হবে (রাজ্যের তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় ২০ টাকা)৷ ফি জমা দিতে হবে‘West Bengal Police Recruitment Board’-এর অনুকূলে (১০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে)৷ এছাড়া ব্যাঙ্ক চালানের মধ্যেও ফি জমা দেয়া যাবে৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে কোনো শাখায় দরখাস্তের ফি জমা দেওয়া যাবে৷ ব্যাঙ্ক-কর্তৃপক্ষকে এর জন্য ৩৬ টাকা অতিরিক্ত দিতে হবে৷ অনলাইন পদ্ধতি: ফর্ম ফিলআপ শুরু করার আগে প্রার্থীর নিজের ছবি (১০ থেকে ৫০ কেবি, ডাইমেনশন ১৩×১৭৭ পিক্সেল)  ও সই (৫ থেকে ২০ কেবি, ডাইমেনশন ৩৫×৬৩ পিক্সেল) স্ক্যান করে নিতে হবে৷ www.wbpolice.gov.in ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকশনে “Recruitment to the Post of Sub-Inspector (UB) & Sub-Inspector (AB) in West Bengal Police 2020” এর “Get Details” বাটনে ক্লিক করলে অনলাইন ফর্মের “Get Details” অপশন আসবে৷ এই অপশন ক্লিক করলে নতুন পেজ খুলবে৷ এখানে on going recruitment সেকশনের “The Post of SI in WBP 2020” বাটনে ক্লিক করলে“apply online”  পেজ আসবে৷ সমস্ত তথ্য খুঁটিয়ে পড়ার পর “Apply Online” বাটনে ক্লিক করলে লগইন অপশন আসবে৷ যদি এর আগে লগইন করে থাকেন তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে৷ অন্যথায় sign up now বাটনে ক্লিক করে নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড ঘরগুলি পূরণ করে sign up  করতে হবে৷ অ্যাকাউন্ট তৈরী হয়ে গেলে মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে ম্যাসেজ যাবে৷ এই রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ হলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে৷ লগইন করলে ফর্ম ফিলআপ-এর নতুন পেজ খুলবে৷ এই পেজে “Personal details and qualification”, “Communiction and other details”, “Uploads photo and signature”, “Preview Application” ও“Payment details”এর প্রতিটি ধাপ পরপর পূরণ করতে হবে৷ আবেদন ফি (জেনাঃ ২৭০ টাকা, তঃজাঃ ও তঃউঃজাঃ ২০ টাকা) পেমেন্ট গেটওয়ে বা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্যাঙ্ক চালানের মাধ্যমেও জমা করা যাবে৷ আবেদন ফি সঠিকভাবে জমা হলে ফর্ম জমা করার সিরিয়াল নম্বর সহ একটি পেজ আসবে যেখানে ফর্ম প্রিন্ট নেওয়ার জন্য “click here” বাটন থাকবে৷ এই বাটনে ক্লিক করলে পূরণ করা ফর্মের পিডিএফ ফর্ম্যাট পাওয়া যাবে৷ এছাড়াও প্রার্থী “My Account” সেকশন থেকে পরে ফর্মের প্রিন্ট আউট নিতে পারবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.wbpolice.gov.in ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details & Get Details

Share it :