HQ Western Command invites applications for recruitment to the following posts.
Post: Range Chowkidar, Steno Grade-II, LDC, Fireman, Messenger, Librarian, Washerman, Barber, Daftry.
Total Vacancy: 30
Eligibility: 10th/12th/Degree (post wise different).
Age limit: 18 to 25 years as on 3 June, 2022.
Pay scale: Post wise different
Last Date of Receipt of Application: 3 June, 2022
……………………………………………..
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এইচকিউ ওয়েস্টার্ন কমান্ড মেসেঞ্জার, এলডিসি, ফায়ারম্যান, স্টেনো গ্রেড-II, ডাফট্রি, বার্বার, ওয়াশারম্যান, রেঞ্জ চৌকিদার, লাইব্রেরিয়ান পদে ৩০ জন সিভিলিয়ান নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩ জুন, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ৩ জুন, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মেসেঞ্জার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷
(২) এলডিসি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা৷
(৩) ফায়ারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা৷
(৪) স্টেনো গ্রেড-II: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা৷
(৫) রেঞ্জ চৌকিদার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷
(৬) ডাফট্রি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷
(৭) বার্বার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷
(৮) ওয়াশারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা৷
(৯) লাইব্রেরিয়ান: আর্টস/সায়েন্স/কমার্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি ও লাইব্রেরি সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবেA4 সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), জন্ম প্রমাণপত্র ও আধার কার্ডের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ২টি স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি এবং নিজের নাম ঠিকানা লেখা ১টি খাম (২৫ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপব“APPLICATION FOR THE POST OF………………” লিখে অর্ডিনারি পোস্ট / স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়“To Central Recruiting Agency, HQ PH & HP (I) Sub Area, PIN- 901207 C/o 56 APO”৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
Proforma: